Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে ধামসা-মাদল প্রদান


 

বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে ধামসা-মাদল প্রদান 




Atanu Hazra 
Sangbad Prabhati, 9 August 2024

অতনু হাজরা, জামালপুর : শুক্রবার পূর্ব বর্ধমানে বিশ্ব আদিবাসী দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। সর্বত্রই এই দিনটিকে পালন করছে আদিবাসী সমাজ। পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সিধু কানুর মূর্তিতে মাল্য দান করে এই দিনটি পালন করা হয়। মাল্যদান করেন বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। ছিলেন ব্লকের অন্যান্য কর্মীরাও। 

এর পর ব্লক অফিস থেকে আদিবাসী সমাজের যে ঐতিহ্য ধামসা, মাদল, বাঁশি, ঘণ্টা তুলে দেওয়া হয় ৮ জন আদিবাসী মানুষের হাতে।মেহেমুদ খান বলেন, রাজ্যে পালা বদলের পর নতুন তৃণমূল সরকার আসার পর সমস্ত সম্প্রদায়ের নানা অনুষ্ঠান সম্মান ও শ্রদ্ধার সাথে পালন করা হয়। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চান। তাই আজকের দিনে এই দুই মহান ব্যক্তির মূর্তিতে মাল্যদান করা হলো এবং এরই সাথে ৮ জন মানুষের হাতে 

ধামসা, মাদল, ঘণ্টা তুলে দেওয়া হয়। কারণ এগুলো আদিবাসী সম্প্রদায়ের কাছে ঐতিহ্য। তাই রাজ্য সরকার তাঁদের এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতেই তাদের হাতে এগুলো তুলে দিচ্ছেন।কোনো সম্প্রদায়ই ছোটো নয় রাজ্য সরকারের কাছে সবাই সমান।