Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপির বাংলা বনধকে কেন্দ্র করে উত্তেজনা


 

বিজেপির বাংলা বনধকে কেন্দ্র করে উত্তেজনা




Atanu Hazra 
Sangbad Prabhati, 28 August 2024

অতনু হাজরা, জামালপুর : আজ সারা রাজ্য জুড়ে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ কার্যতঃ ব্যর্থ হয়েছে। স্বাভাবিকই ছিল জনজীবন। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। পূর্ব বর্ধমানের জামালপুরে পাঁচড়া পঞ্চায়েতের চৌবেড়িয়ায় সকালেই বন্ধের সমর্থনে বিজেপির কর্মী সমর্থকরা রাস্তায় নামে। 

তাঁরা স্থানীয় ব্যবসাদারদের দোকান বন্ধ করার আবেদন জানায়। সেই নিয়ে তৃণমূল কর্মীদের সাথে তাঁদের বচসার সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। সেখান থেকে দুই মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল ও জগবন্ধু কে আটক করে পুলিশ। 

পরে অবশ্য তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রধান চন্দ্র পাল বলেন, জোর করে ব্যবসাদারদের দোকান খোলানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। মানুষ বনধ কে সমর্থন করলেও তৃণমূল তা করতে দিচ্ছে না। অপর দিকে তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান জানান জামালপুর ব্লকের কোথাও কোনো বনধ হচ্ছে না। জনজীবন স্বাভাবিক ও সচল আছে। প্রকৃত পক্ষে জামালপুরে বিজেপির সেভাবে কোনো সংগঠনই নেই। চৌবেরিয়ায় ওরা জোর করে দোকানপাট বন্ধ করাতে চাইলে প্রশাসন গিয়ে ব্যবস্থা নিয়েছে। জামালপুরে বনধ ব্যর্থ করেদিয়েছেন জামালপুরের মানুষ।

অন্যদিকে বিজেপির ডাকা ১২ ঘন্টা বাংলা বনধে দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টারে ভাঙ্গচুর চালালোর অভিযোগ উঠলো বিজেপি কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। বিজেপির ডাকা বনধে কেন টিকিট কাউন্টার খোলা রয়েছে এই প্রশ্ন তুলে কাউন্টারে হুজ্জোতি ও ভাঙ্গচুর করেন বিজেপির কর্মীরা।