Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মন্দিরের তালা ভেঙে রাধা-কৃষ্ণ এর বিগ্রহ সহ মূল্যবান চারটি মূর্তি চুরি


 

মন্দিরের তালা ভেঙে রাধা-কৃষ্ণ এর বিগ্রহ সহ মূল্যবান চারটি মূর্তি চুরি 




Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 29 August 2024

সৈয়দ আবু জাফর, সমুদ্রগড় : মন্দিরের পিছনের গেটের তালা ভেঙে চারটি দেবদেবীর মূর্তি চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নাদন ঘাট থানার সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের নিচু চাপাহাটি এলাকার তপোবন আশ্রমের ঘটনা। যদিও এই আশ্রমটি সাধুর আশ্রম নামেই পরিচিত। 

শ্রী শ্রী যোগী ব্রহ্মানন্দ পুরী মহারাজ আশ্রমটি বহু বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় শতবর্ষ প্রাচীন এই আশ্রম এখন এলাকার মানুষের কাছে পুন্য ক্ষেত্র। জানা যায়, গত রাতে সাধুর আশ্রম মন্দিরের পিছনের গেটের তালা ভেঙে রাধা কৃষ্ণের মূর্তি সহ গৌর ও নিতাইয়ের মূর্তি এবং কাঁসা, পিতলের থালা-বাসন চুরি হয়েছে। 

জানা গেছে, প্রতিদিন মন্দিরে সিভিকদের ডিউটি থাকে কিন্তু গতকাল রাতে কোন ডিউটি ছিল না। এস টি কে কে রোডের মেন রাস্তার ধারেই মন্দিরটি অবস্থিত। 

মন্দিরের সেবায়েত দীপ্তি গুহ পুরী জানান, প্রতিদিনের মতো আজ সকালে তিনি মন্দিরে ঠাকুর জাগাতে গিয়ে দেখেন সিংহাসনে রাধা-কৃষ্ণ এর বিগ্রহ সহ গৌর-নিতাই এর মূর্তি নেই। পড়ে রয়েছে সাজ পোশাক। পুজোর বাসনপত্রও উধাও। হাকডাক করতেই পাড়াপড়শিরা ছুটে আসেন। দেখা যায় মন্দিরের পিছনের দিকে গেটের তালা ভাঙা। 

অনুমান ওই তালা ভেঙ্গেই দুষ্কৃতীরা মন্দিরের ভিতরে ঢুকে ছিল। তিনি আরো জানান, মূর্তি ৪ টি পিতলের তৈরি। এক একটি মূর্তি ২০ থেকে ২৫ কেজি ওজনের। বিষয়টি নাদনঘাট থানায় জানানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।