Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক প্রশিক্ষণ শিবির


 

ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক প্রশিক্ষণ শিবির 




Sangbad Prabhati, 25 August 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাটপুকুরে ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হলো রাজনৈতিক প্রশিক্ষণ শিবির। 

 ২৫ আগস্ট এই রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরে মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর পরিচালনায় শিবির আয়োজিত হয়। ব্লক সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, সহ-সভাপতি বসন্ত রুইদাস সহ সমস্ত কর্মাধ্যক্ষরা, দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সদস্যরা, দশটি পঞ্চায়েতের বুথ সভাপতি সহ কর্মীরা, মেমারি ১ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। 

নিত্যানন্দ ব্যানার্জী জানান, এদিনের রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রাক্তন সহ-সভাপতি তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু এবং তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম। 

এতদিন রাজনৈতিক মিটিং, সভা ইত্যাদি শোনা গেলেও রাজনৈতিক প্রশিক্ষণ শিবির সাধারণত নজরে পড়ে নি, যা মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আয়োজন করে। এ বিষয়ে নিত্যানন্দ ব্যানার্জী জানান, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের এক বছর অতিবাহিত হওয়ার পর মনে হচ্ছে রাজনৈতিকভাবে কর্মীদের কিছু কিছু বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন, যাতে করে তারা কোনও ভুল ত্রুটি না করে ফেলে।

এদিন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্ধমানের টেরেসা মেমোরিয়াল হাসপাতালের ওম ব্লাড ব্যাঙ্কের সহায়তায় এই শিবিরে প্রায় ২০০ জন রক্তদান করেন। শিবিরের উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের মেমারি ১ ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী।