আর জি কর কান্ডের প্রতিবাদ, নারী সম্মান ও সুরক্ষার দাবিতে বিজেপির থানায় ডেপুটেশন
Sangbad Prabhati, 23 August 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্যজুড়ে নারীদের সম্মান রক্ষা, সুরক্ষা ও সঠিক নিরাপত্তার দাবিতে বিজেপি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানায় ডেপুটেশন দিয়েছে। শুক্রবার বিজেপির বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা এর নেতৃত্বে বর্ধমান থানায় ডেপুটেশন দিতে গেলে পুলিশ থানার সামনে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকায়। ছিলেন বিশ্বজিৎ সেন সহ অন্যান্য নেতৃত্ব ।
বিজেপির বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা জানান, বর্তমানে রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের সম্ভ্রম নষ্ট হচ্ছে, সুরক্ষা ও নিরাপত্তার অভাবে তাদের শারীরিক নির্যাতনের শিকার এবং তৎপরবর্তী নৃশংসভাবে খুন হতে হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অপ্রীতিকর এবং লজ্জাজনক। সম্প্রতি কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নৃশংস খুনের ঘটনা সহ বর্ধমানের নান্দুর এবং শক্তিগড় এলাকায় খুনের ঘটনায় রাজ্য তথা সমগ্র দেশবাসীর লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এহেন নক্কারজনক ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাতেই সারা রাজ্যের সঙ্গে বর্ধমান থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে।
অন্যদিকে পূর্ব বর্ধমানের জামালপুরেও বিজেপি থানা অভিযানে সামিল হয়েছিল। মিছিল করে এসে জামালপুর থানায় ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং এর হাতে স্মারক লিপি তুলে দেন বিজেপি নেতা কর্মীরা।
উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, কনভেনর তাপস চ্যাটার্জী, জামালপুর ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল সহ অন্যান্য কর্মী-সমর্থকেরা।