Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আর জি কর কান্ডের বিচার চেয়ে বর্ধমানে মিছিলে সামিল সর্বস্তরের শিল্পীরা


 

আর জি কর কান্ডের বিচার চেয়ে বর্ধমানে মিছিলে সামিল সর্বস্তরের শিল্পীরা 




Sangbad Prabhati, 22 August 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে পৈশাচিক অত্যাচার ও খুনের বিচার চেয়ে পথে নেমেছেন সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকা মানুষজন। বৃহস্পতিবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন বর্ধমানের শিল্পীরা। এদিন সন্ধ্যায় শহর বর্ধমানের বড় নীলপুর মোড়ে জমায়েত হন সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পী, বাচিক শিল্পী, নাট্য শিল্পী সহ সর্বস্তরের শিল্পীরা। 

বড়নীলপুর মোড় থেকেই শুরু হয় প্রতিবাদ মিছিল, জি টি রোড বরাবর বীরহাটা হয়ে শিল্পীদের মিছিল কার্জন গেটে এসে পৌঁছায়। ‘চাই ভয় মুক্ত সমাজ’ এই ব্যানার সামনে রেখে শিল্পীরা পথে হাঁটলেন। এদিন সন্ধ্যায় এই প্রতিবাদ মিছিলে কয়েকশো শিল্পী পা মেলান। সকলের মুখে একটাই দাবি ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস।’