Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে মহাসমারোহে পালিত হলো স্বাধীনতা দিবস


 

জামালপুরে মহাসমারোহে পালিত হলো স্বাধীনতা দিবস  




Atanu Hazra 
Sangbad Prabhati, 20 August 2024

অতনু হাজরা, জামালপুর : সারা দেশ জুড়ে মহাসমারোহে ৭৮ তম স্বাধীনতা দিবস পালিত হলো। পূর্ব বর্ধমানের জামালপুরে সম্মান ও শ্রদ্ধার সাথে স্বাধীনতা দিবস পালিত হয়। জামালপুর ব্লক অফিসে জাতীয় পতাকা উত্তলনে অংশ নেন বিডিও পার্থ সারথী দে, বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক সহ ব্লক অফিসের কর্মীরা। 

জামালপুর থানায় কুচকাওয়াজে অংশ নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং। জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কৃষি অধিকরণ, জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েত, জামালপুর মহাবিদ্যালয় সহ সকল সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

         জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসেও মহা সমারোহে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করা হয়। প্রতিটি অঞ্চল থেকে জাতীয় পতাকা নিয়ে বাইক র‍্যালি করে ব্লক পার্টি অফিসে পতাকা উত্তোলন করে আবার সবাই নিজের অঞ্চলে ফিরে যান। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক সহ অঞ্চল নেতৃত্বরা। স্বাধীনতা দিবসের শুভ দিনে প্রায় ১০০ জন মানুষের হাতে গঙ্গা জল উপহার হিসাবে তুলে দিয়ে সম্প্রীতির বার্তা দেন। পরে সকলকেই মিষ্টিমুখ করানো হয়।

    ব্লকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সম্মান ও শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা দিবস পালন করা হয়। বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠে স্বাধীনতা দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক, মনীষীদের ছবিতে মাল্যদান করেন শেখ নূর আলী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। শিক্ষিকা সোমা হালদারের সহযোগিতায় সুন্দর ও মনোজ্ঞ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করে ছাত্র ছাত্রীরা। 

সাদিপুর ধর্মদাস স্মৃতি বিদ্যামন্দির স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক সৌমেন্দ্রনাথ পাল। স্বাধীনতা দিবসে তাঁরা পরিবেশ রক্ষায় সবুজায়ন এর ডাক দিয়ে বিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকায় বকুল, আম ও পেয়ারা গাছ বসান তাঁরা।

    জোতশ্রীরাম অঞ্চলে পচা মার্কেটে জোতশ্রীরাম অঞ্চল সভাপতি তপন দে'র উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক। প্রায় ২০০ জন মহিলা জাতীয় পতাকা উত্তোলনে অংশ নেন।