প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালো ব্লক তৃণমূল কংগ্রেস
Sangbad Prabhati, 3 August 2024
অতনু হাজরা, জামালপুর : প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত হয়েছে জামালপুরের বিভিন্ন অঞ্চলের মাটির বাড়ি। সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বিধায়ক কোটার মাধ্যমে প্রতিটি অঞ্চলকে ২০ টি করে ত্রিপল দেওয়া হয়।
উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্যরা। অলক মাঝি বলেন, তাঁদের সরকার সব ধরনের বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত। এই বর্ষণে মানুষের পাশে দাঁড়াতে তাই বিধায়ক কোটা থেকে ত্রিপল দেওয়া হলো। এই ক্ষতির পিছনে তিনি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন। কারণ ১০০ দিনের কাজ বন্ধ হওয়ার জন্য আজ নিকাশি ব্যবস্থা ঠিক নেই। কারণ এই কাজ গুলো ১০০ দিনের কাজেই পরিষ্কার করানো হতো। মেহেমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদাই দুর্গতদের পাশে দাঁড়ানোর কথা বলছেন, তাই তাঁর দেখানো পথেই বিধায়ক কোটায় ত্রিপল দেওয়া হলো।