জামালপুরে রাখি বন্ধন উৎসব পালন
Sangbad Prabhati, 19 August 2024
অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জামালপুর পুল মাথায় রাখি বন্ধন উৎসব পালন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ-সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ব্লক যুব অফিসার সমরেশ দেবনাথ, জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ডলি নন্দী, উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল, জেলা পরিষদের সদস্য শোভা দে সহ অন্যান্যরা।
প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের ছবিতে মাল্যদান করা হয়। পরে নজরুল ইসলামের পূর্ণবয়ব মূর্তিতেও মাল্যদান করা হয়। সেখান থেকে পথ চলতি মানুষের হাতে সম্প্রীতির রাখী পরিয়ে দেওয়া হয়।
জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও রাখি বন্ধন উৎসব পালন করা হয় ব্লক পার্টি অফিস সংলগ্ন মেমারি তারকেশ্বর রোডের পাশে মঞ্চ করে। সেখান থেকে পথ চলতি মানুষের হাতে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের রাখি পরিয়ে দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ দলের সকল শাখা সংগঠনের সভাপতি ও অঞ্চল সভাপতিরা। মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁরা চলতি সকলের হাতে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের রাখি পরিয়ে দেন।
আজকের এই পূণ্য দিনে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের সদস্য শোভা দে ও জামালপুরের তরুণ তুর্কি নেতা জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল। সেখানে তাঁরা ভর্তি থাকা রুগীদের হাতে ফলের প্যাকেট তুলে দেন।
পারাতল পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত অফিসে রাখী বন্ধন উৎসব পালন করা হলো। পঞ্চায়েতের সদস্য, সদস্যা, উপ প্রধান উত্তম হাজারী সহ অফিস কর্মীরা পথ চলতি সকল মানুষের হাতে রাখি পরিয়ে দেন।
বিজেপির পক্ষ থেকে জামালপুর ১ নং মন্ডলের সভাপতি প্রধান চন্দ্র পালের নেতৃত্বে জামালপুর হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা কর্মী এবং হাসপাতালে ভর্তি রোগীদের হাতে সৌভ্রাতৃত্বের রাখি পরিয়ে দেওয়া হয়। পরে জামালপুর থানায় পুলিশ কর্মীদেরও তারা রাখি পরিয়ে দেন ভ্রাতৃত্বের বন্ধন অটুট করার বার্তা দেন। তারপরে তারা পথ চলতি মানুষের হাতেও রাখি পরিয়ে দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করেন। প্রধান চন্দ্র পাল ছাড়াও উপস্থিত ছিলেন প্রদীপ বাগ, রবীন বাগ, সত্যনারায়ণ বাগ সহ অন্যান্যরা।