Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Kharif Harvest বৃষ্টির ঘাটতিতে খরিফ মরশুমের চাষ বাঁচাতে জল দেবে ডিভিসি


 

Kharif Harvest 


বৃষ্টির ঘাটতিতে খরিফ মরশুমের চাষ বাঁচাতে জল দেবে ডিভিসি




Sangbad Prabhati, 24 July 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বৃষ্টির অপ্রতুলতার জন্য খরিফ মরশুমের চাষ নিয়ে সংকটের সৃষ্টি হয়েছে। বাংলায় খাদ্যশস্যের যোগান দেয় মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি। অথচ বৃষ্টির অভাবে বর্ধমান হুগলি বাঁকুড়া হাওড়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির চাষাবাদ নিয়ে চাষিরা রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে চাষাবাদকে বাঁচাতে উদ্যোগী হয়েছে রাজ্য প্রশাসন। 

গত ২৩ জুলাই উন্নয়ন কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে দামোদর ইরিগেশন সার্কেল এর সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আগামী ২৫ জুলাই থেকে ড্যাম রিলিজ শুরু করা হবে৷ সেই অনুযায়ী ২৭ জুলাই থেকে দুর্গাপুর ব্যারাজ থেকে খালের মাধ্যমে জল ছাড়া শুরু হবে৷

জানানো হয়েছে খরিফ সেচের সময় কমবেশি ৮ লক্ষ ২০ হাজার একর জমি ডিভিসি ক্যানাল সিস্টেম দ্বারা সেচ করা হয়। এই এলাকার মধ্যে ৫ লক্ষ ৮৭ হাজার ১৮৭ একর পূর্ব বর্ধমানের মধ্যে পড়ে, ৫ হাজার ৩৯৩ একর পশ্চিম বর্ধমানে, ১ লক্ষ ৫৪ হাজার ৫০৭ একর হুগলি, বাঁকুড়া ৬৭ হাজার ৩০০ একর এবং হাওড়া ১৪ হাজার ৫০ একর জমি রয়েছে।

মাইথন ও পাঞ্চেত ড্যামে জলস্তর আগের বছরের তুলনায় ৬ ফুট বেশি রয়েছে। বৃষ্টিপাতের ঘাটতি পরিস্থিতির কারণে, প্রথম ১৫ দিনের জন্য ডিভিসি-কে ১ লক্ষ ৮০ হাজার একর ফুট জলের জন্য খরিফ সেচের প্রথম ধাপের দাবি জানানো হয়েছে। ডিভিসি এই মুহুর্তে ১ লক্ষ ৩০ হাজার একর ফুট প্রতিশ্রুতিবদ্ধ এবং বৃষ্টিপাতের ঘাটতির জন্য পরিস্থিতি আরও খারাপ হলে তারা সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন।