Free Eye checkup
বিনামূল্যে ৩৫২ জন ছাত্র-ছাত্রী চক্ষু পরীক্ষার সুযোগ পেল
Sangbad Prabhati, 25 July 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : চোখ দিয়েই পড়া। পড়ুয়াদের চোখ ঠিক রাখা সবথেকে বেশি দরকার। কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার লায়ন্স ক্লাব ছাত্রছাত্রীদের চোখ পরীক্ষা করলো। এই পরীক্ষার সুযোগ তারা পেল সম্পূর্ণ বিনামূল্যে। লায়ন্স ক্লাব অফ অরণি এবং বিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই শিবির আয়োজিত হয়। আজ মোট ৩৫২ জন চোখ পরীক্ষা করায়।
ক্লাবের পক্ষে জয়ন্ত পাইন জানিয়েছেন, যাদের চশমার দরকার হবে তাদের কিছুদিনের মধ্যে চশমা পাঠিয়ে দেওয়া হবে। চশমা স্পনসর করছে জনসন অ্যান্ড জনসন। সপ্তম শ্রেণির ছাত্র অভিষেক, ষষ্ঠ শ্রেণির হেমা এবং আরও অনেকে জানাল, গত কয়েক মাস তারা চোখের সমস্যায় কমবেশি কষ্ট পাচ্ছে। তারা আশা করে, এবার সুরাহা হবে।
এই সঙ্গে আজ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণও হয়। অশোক রুদ্রপলাশ বকুল কৃষ্ণচূড়া ছাতিমের চারা এনে দেন শিক্ষক অনুপকুমার দত্ত। বিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা সেগুলি রোপণ করে। নবম শ্রেণির পাঁচজন পড়ুয়াকে চারাগুলির অভিভাবক করে দেওয়া হয়, তারাই দেখাশোনা করবে বলে দায়িত্ব নেয়।
শিবিরের আয়োজক তথা প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, লায়ন্স ক্লাব প্রতি বছর এই চ্যারিটি করে থাকে এবং আমরা তার জন্য কৃতজ্ঞতা জানাই। বংশগত সমস্যা বাদেও খাদ্যাভ্যাস সঠিক না থাকায় ভিটামিন-এ এর অভাবে অনেকের দৃষ্টির সমস্যা হচ্ছে। তারপর ফোনের নীল রশ্মি তো আছেই। ফলে ধনী-দরিদ্র নির্বিশেষে ছোটদের অনেকের চোখেই চশমা। জীববিজ্ঞানের গবেষক ড. দত্ত আরও বলেন যে, ওষুধ বা চশমা যথেষ্ট নয়। প্রয়োজন চোখের যত্ন নেওয়া, স্ক্রিন টাইম কমানো এবং ভিটামিন এ জাতীয় খাবার খাওয়া। নয়ত চশমার পাওয়ার বাড়তে থাকবে এবং অন্যান্য রোগও হতে পারে। আজ আমরা বৃক্ষরোপণও করছি। প্রকৃতির সবুজ ছাত্রছাত্রীদের চোখ ভাল রাখবে আশা করি।