Eye and Health Checkup
ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির
Sangbad Prabhati, 27 July 2024
অভিরূপ আচার্য, কলকাতা : ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হলো কলকাতা প্রেস ক্লাবে।
শনিবার বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলে এই শিবির। চক্ষু পরীক্ষার পাশাপাশি প্রত্যেককে চশমার ফ্রেমের জন্য ১০০০ টাকার গিফট্ ভাউচার দেওয়া হয়। এছাড়া ব্লাড প্রেশার, সুগার পরীক্ষার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনে ইসিজি করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক দেবাশীষ কুমার, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা রাজ্য সভার সাংসদ তথা কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান, বিশিষ্ট সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট কবি ও সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল, দূরদর্শনের সংবাদ পাঠিকা ও বিশিষ্ট আবৃত্তিকার স্বপ্না দে, প্রেস ক্লাব কলকাতার সহ সম্পাদক নিতাই মালাকার, সংগীত পরিচালক ও শিল্পী অনুরাগ, ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য তথা সমাজসেবী জিগর রমেশ যোশী সহ বহু বিশিষ্টজন।
ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শেখর সেনগুপ্ত, শ্যামল মুখার্জী, সংগঠনের রাজ্য সভাপতি কৃষ্ণদাস পার্থ্ , সাধারণ সম্পাদক দেবাশিস দাস, সম্পাদক দেবযানী ঘোষ লাহা, সহ জগন্নাথ ভৌমিক, আদিত্য নারায়ন চৌধুরী, সুখেন্দু আচার্য এবং অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করেন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দেবাশিস দাস।
এদিনের শিবির পরিদর্শনের পাশাপাশি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও বিধায়ক দেবাশীষ কুমারও চক্ষু পরীক্ষা করান।