এক যুবকের মৃত্যু ঘিরে রহস্য, মৃতদেহ গেল ময়নাতদন্তে
Sangbad Prabhati, 30 July 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : প্রাচীন মায়াপুর এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া ওই যুবকের নাম অক্ষয় দত্ত। বয়স আনুমানিক একত্রিশ বছর। তার বাড়ি নবদ্বীপ পৌরসভার বাঁধরোড এলাকায়। মঙ্গলবার সকালে খবর পেয়ে প্রাচীন মায়াপুরের একটি ভাড়া বাড়ি থেকে ওই যুবকের দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশ ও পরিবার সূত্রে জানতে পারা যায়, অক্ষয় দত্ত নামে মৃত ওই যুবক পরিবারে বনিবনা না হওয়ায় আজ থেকে প্রায় তিন মাস আগে স্ত্রী দুই সন্তানকে নিয়ে প্রাচীন মায়াপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে উঠে আসেন। সম্প্রতি সেই ভাড়া বাড়ি থেকে জামতলা লেনের কাছে আরেকটি ভাড়া বাড়িতে আসেন। তিনি নবদ্বীপ শহরের ব্যস্ততম পোড়ামাতলার ভ্যারাইটি স্টোর নামে একটি দোকানে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানতে পারা যায়, সোমবার রাত প্রায় সাড়ে নটা নাগাদ কর্মস্থল থেকে বাড়িতে আসেন ওই যুবক। রাতের খাওয়া দাওয়ার পর স্ত্রী সন্তানদের নিয়ে শুয়ে পড়েন। মঙ্গলবার সকালে ওই যুবকের স্ত্রী জানান, রাতেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার স্বামীর।
এই খবর ওই যুবকের পরিবারে পৌঁছালে তার বাবা সুভাষ দত্ত বিষয়টি থানায় জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। এরপর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শক্তিনগর হাসপাতাল মর্গে পাঠায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে।