Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এক যুবকের মৃত্যু ঘিরে রহস্য, মৃতদেহ গেল ময়নাতদন্তে


 

এক যুবকের মৃত্যু ঘিরে রহস্য, মৃতদেহ গেল ময়নাতদন্তে




Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 30 July 2024

সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : প্রাচীন মায়াপুর এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া ওই যুবকের নাম অক্ষয় দত্ত। বয়স আনুমানিক একত্রিশ বছর। তার বাড়ি নবদ্বীপ পৌরসভার বাঁধরোড এলাকায়। মঙ্গলবার সকালে খবর পেয়ে প্রাচীন মায়াপুরের একটি ভাড়া বাড়ি থেকে ওই যুবকের দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশ ও পরিবার সূত্রে জানতে পারা যায়, অক্ষয় দত্ত নামে মৃত ওই যুবক পরিবারে বনিবনা না হওয়ায় আজ থেকে প্রায় তিন মাস আগে স্ত্রী দুই সন্তানকে নিয়ে প্রাচীন মায়াপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে উঠে আসেন। সম্প্রতি সেই ভাড়া বাড়ি থেকে জামতলা লেনের কাছে আরেকটি ভাড়া বাড়িতে আসেন। তিনি নবদ্বীপ শহরের ব্যস্ততম পোড়ামাতলার ভ্যারাইটি স্টোর নামে একটি দোকানে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানতে পারা যায়, সোমবার রাত প্রায় সাড়ে নটা নাগাদ কর্মস্থল থেকে বাড়িতে আসেন ওই যুবক। রাতের খাওয়া দাওয়ার পর স্ত্রী সন্তানদের নিয়ে শুয়ে পড়েন। মঙ্গলবার সকালে ওই যুবকের স্ত্রী জানান, রাতেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার স্বামীর। 

এই খবর ওই যুবকের পরিবারে পৌঁছালে তার বাবা সুভাষ দত্ত বিষয়টি থানায় জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। এরপর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শক্তিনগর হাসপাতাল মর্গে পাঠায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে।