Student felicitation
কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনায়
বর্ধমান সায়েন্স এন্ড নেচার ক্লাব
Sangbad Prabhati, 28 July 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শিল্প সাহিত্য সংস্কৃতির শহর বর্ধমান। রত্নগর্ভা বর্ধমান। সেই প্রাচীন কাল থেকে বর্ধমানের বুকে জন্ম নিয়েছেন খ্যাতনামা কবি, সাহিত্যিক, শিল্পী বিজ্ঞানী এবং পরিবেশবিদ। সেই ধারা আজও অব্যাহত। প্রতিবছরের মত এ বছরেও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষায় বহু ছাত্র-ছাত্রী কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাদেরকে যথাযোগ্য মর্যাদা এবং সম্মান জানাবার উদ্দেশ্যেই ২৮ জুলাই রবিবার বর্ধমান সায়েন্স এন্ড নেচার ক্লাব, গভর্নমেন্ট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (জি টি ডাবলুএ) এর সহযোগিতায় এক মনোজ্ঞ, সৃজনশীল, সাংস্কৃতিক সম্বর্ধনা সভার আয়োজন করে।
এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমানের পৌরসভার পৌরপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ পরেশ চন্দ্র সরকার, বর্ধমান ডি. এন.দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক ডঃ সুভাষচন্দ্র দত্ত, মাচখান্দা হাই স্কুলের প্রধান শিক্ষক মহিতোষ বিশ্বাস, তালিত গৌড়েশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক নিখিল কুমার খাঁ, বর্ধমান জেলা আদালতের বিচারক সৌরভ মন্ডল, সুতন্বী মন্ডল বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক সংবাদ প্রভাতীর সম্পাদক জগন্নাথ ভৌমিক, সমাজের সাথী পত্রিকার সম্পাদক দুরন্ত নাগ সহ অন্যান্য সাংবাদিকরা।
বর্ধমান সায়েন্স এন্ড নেচার ক্লাব এর পক্ষ থেকে মোট ৫০ জন কৃতী ছাত্র-ছাত্রীকে পুষ্প স্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। উপহার হিসেবে প্রত্যেকের হাতেই তুলে দেওয়া হয় একটি করে সবুজ প্রাণ চারাগাছ, একটি স্কুল ব্যাগ, মোটিভেশনাল বই, মেমেন্টো,শংসাপত্র এবং মিষ্টির প্যাকেট। মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথি এবং সাংবাদিক বন্ধুদেরও পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেবার পাশাপাশি তাদের হাতে একটি করে চারা গাছ মেমেন্টো এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।
সংস্থার পক্ষ থেকে উপস্থিত পৌরপতি পরেশ চন্দ্র সরকার এর হাত দিয়ে দুস্থ এবং মেধাবী ছাত্রী স্নেহা চ্যাটার্জীকে পোশাক ও বই কেনার জন্য এককালীন 5000 টাকার অনুদান দেওয়া হয়।
এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় অষ্টম শ্রেণির ছাত্রী অদ্রিকা সাহার অপূর্ব সুন্দর সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। তারপর মঞ্চে উপবিষ্ট অতিথিরা সমবেতভাবে প্রদীপ প্রজ্জ্বলন করেন। রবীন্দ্র -নজরুল প্রতিকৃতিতে মাল্যদান করেন পৌরপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ পরেশ চন্দ্র সরকার। অপূর্ব নৃত্য পরিবেশন করেন ছাত্রী আকাঙ্ক্ষা সাহা। পরিবেশ সংক্রান্ত স্বরচিত কবিতা পরিবেশন করে সকলের মন জয় করে নেয় নবম শ্রেণির ছাত্র ব্রতজিৎ দাস। এই সংবর্ধনা সভায় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত প্রত্যেক অভিভাবক অভিভাবিকাদের গোলাপ ফুল ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেয় একাদশ শ্রেণির ছাত্রী শ্রীপর্ণা ঘোষ ও ঈশানী গড়াই। তাদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট।
এই অনুষ্ঠানে মনোজ্ঞ বক্তৃতা রাখেন জাতীয় শিক্ষক ডঃ সুভাষচন্দ্র দত্ত। পরিবেশ উন্নয়ন সমাজসেবা এবং আগামী দিনে জীবনের লক্ষ্য ঠিক করার বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করে বলেন, " ছাত্র-ছাত্রীরা আগামী দিনের কান্ডারী। তাদের হাত দিয়েই বর্ধমানের বুকে নতুন ইতিহাস রচিত হোক। প্রতিটি মানুষ বিজ্ঞানমনস্ক হয়ে উঠুক। জনজীবন থেকে কুসংস্কার দূরীভূত হোক চিরতরে"।
বর্ধমানের পৌরপতি পরেশ চন্দ্র সরকার তার সুন্দর সংক্ষিপ্ত ভাষণে বলেন, " শুধু ব্যক্তিগত উন্নয়ন নয় সমষ্টির উন্নয়নই হোক ছাত্র-ছাত্রীদের অন্যতম লক্ষ্য। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি সামাজিকতায়, সৃজনশীলতায়, মানবিকতায় এবং নৈতিকতায় এসব ছাত্রছাত্রীরা জাতির বুকে কৃতিত্বের স্বাক্ষর রাখুক। "তিনি আরো বলেন," আজকের এই কৃতী ছাত্র-ছাত্রীরাই আমাদের ভরসা। তাদেরকে দিয়েই আমাদের স্বপ্ন দেখা হলো শুরু। আশা করি তারা তা পূরণ করবে তাদের নিষ্ঠা, একাগ্রতা, মেধা ও পরিশ্রম দিয়ে। "
বর্ধমান সায়েন্স এন্ড নেচার ক্লাবের প্রেসিডেন্ট তথা আজকের অনুষ্ঠানের সঞ্চালক বিশিষ্ট শিক্ষক বিশ্বরূপ দাস জানান, " আমাদের ক্লাব পরিবেশ উন্নয়ন ও সমাজ সেবার পাশাপাশি সারা বছর নানান ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের পড়াশোনার বিষয়টি মাথায় রেখে আমরা স্কুল টাইমের বাইরে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অনলাইন কোচিং এর ব্যবস্থা করেছি। প্রতিদিন রাত্রে নিয়ম করে এখানে বিভিন্ন বিষয়ের ক্লাস হয় এবং ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের সমাধান করে দেন এই ক্লাবের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী"।
সব নিয়ে এ অনুষ্ঠানটি ছিল চোখে পড়ার মত। এই ক্লাবটির ধারাবাহিক কর্মকাণ্ড এবং আন্তরিকতা সত্যিই প্রশংসার যোগ্য।