অরণ্য সপ্তাহ উদযাপনে বনমহোৎসব আয়োজিত হলো পূর্ব বর্ধমানের ওড়গ্রামে
Sangbad Prabhati, 16 July 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : গাছ বাঁচালে বাঁচবে প্রাণ, করবো সবুজের অভিযান। এই স্লোগানকে সামনে রেখে পূর্ব বর্ধমানে অরণ্য সপ্তাহ উদযাপনের সূচনা হলো ওড়গ্রামের হাই মাদ্রাসা বিদ্যালয়ে। মঙ্গলবার আমের চারা রোপনের মাধ্যমে জেলার বনমহোৎসবের সূচনা করেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বর্ধমান বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী। প্রমুখ। এদিন বৃক্ষ শিশু রোপণের আগে সবুজ বাঁচানোর বার্তা দিয়ে একটি পদযাত্রা এলাকা পরিক্রমা করে। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে পদযাত্রায় পা মেলান মন্ত্রী, সভাধিপতি, বনাধিকারিক সহ বহু বিশিষ্টজন।
এই উপলক্ষে একটি অনুষ্ঠানের ও আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধকের ভাষণে মন্ত্রী স্বপন দেবনাথ অরণ্য সপ্তাহ উদযাপনের গুরুত্ব বিষয়ে আলোকপাত করে পরিবেশকে বাঁচাতে আরও বেশি করে গাছ লাগাবার কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস, বিধায়ক অভেদানন্দ থান্ডার, অলক কুমার মাঝি, বর্ধমান বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি তা গুপ্ত, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার অরূপ চৌধুরী সহ অন্যান্যরা।