Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শিক্ষার্থীদের ভাবনা ও সৃষ্টিশীলতার বিকাশ ঘটাতে আইডিয়াল এডিফিকেশন এর অঙ্কন প্রতিযোগিতা


 

শিক্ষার্থীদের ভাবনা ও সৃষ্টিশীলতার বিকাশ ঘটাতে আইডিয়াল এডিফিকেশন এর অঙ্কন প্রতিযোগিতা




Sangbad Prabhati, 15 July 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান শহরের রথতলায় দি আইডিয়াল এডিফিকেশন একাডেমীর উদ্যোগে হয়ে গেল একটি অঙ্কন প্রতিযোগিতা। এই বছর তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। এই প্রতিযোগিতায় প্রায় ৪০০ জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করে। দি আইডিয়াল এডিফিকেশন এর রথতলা শাখায় আয়োজিত প্রতিযোগিতায় বর্ধমান জেলার প্রায় প্রতিটি স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। এবং বর্ধমান ছাড়াও বিভিন্ন জায়গা থেকে যেমন হুগলি, চুঁচুড়া, বৈদ্যবাটি, বাঁকুড়া থেকেও প্রতিযোগীরা এসেছিল। সমগ্র অনুষ্ঠান ঘিরে সকলের সহযোগিতা ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। বর্ধমান সংস্কৃতির শহর। এবং শিল্পচর্চাকে ভালো বেসে সেটি নিয়ে চিন্তা করার মানুষের সংখ্যাও অনেক। সংস্থার কর্ণধার নির্মল কুমার শীল ও সৃজা দাস বলেন, প্রতিবছরের মতো এই বছরও অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মনের ভাবনা চিন্তা ও সৃষ্টিশীলতার বিকাশ ঘটানোই এই এডুকেশন একাডেমির অন্যতম লক্ষ্য। অন্য দু'জন উপদেষ্টা উৎপল দাস ও দিবাকর শীল প্রতিযোগিতার প্রতিটি বিষয় তদারকি করেন এবং সারা বছর শিক্ষার্থীদের ভালো-মন্দের দিকটিও খেয়াল রাখেন। একাডেমির শিক্ষিকা তনুজা রায়, সীমা বিশ্বাস, ও অন্যান্য সকলে এই অনুষ্ঠানটিকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন। একাডেমির অঙ্কন বিভাগের শিক্ষক কিরণ কুমার দে ও কাকলি ঘোষাল এর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এই একাডেমিতে আগামীতে গিটার, যোগা, নৃত্য এমন প্রতিটি বিষয়ে কিছু প্রতিযোগিতার আয়োজন করা হবে। এবং সারা বছর ধরে এই বিষয়গুলিতে শিক্ষাদানের পাশাপাশি এই একাডেমি এই প্রতিযোগিতাগুলির মধ্যে দিয়ে বর্ধমান শহরের গুণী শিক্ষার্থীদের অগনিত মানুষের সামনের সারিতে এগিয়ে নিয়ে আসার কাজ করে থাকে। সংস্থার সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সকল ছাত্র-ছাত্রীদের ভালোবাসা একাত্মবোধ ও প্রচেষ্টার মধ্যে দিয়েই সারা বছর বিভিন্ন রকমের সৃজনশীল শিক্ষা প্রচারের ও প্রসারের মধ্যে দিয়ে দি আইডিয়াল এডিফিকেশন একাডেমি কাজ করে চলেছে। এই অঙ্কন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করার সাথে সাথে প্রত্যেক প্রতিযোগীকে বিশেষ সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।