মন্ত্রী স্বপন দেবনাথ এর উপস্থিতিতে চিকিৎসক দিবস উদযাপন
Sangbad Prabhati, 1 July 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ চিকিৎসক দিবস। ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যু দিন। এই উপলক্ষে আজ কালনা মহকুমা হাসপাতালে সমস্ত চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম দিবস পালন করা হয়।
উপস্থিত ছিলেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। কালনা মহকুমা হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি সহ হাসপাতালের বিভিন্ন চিকিৎসক ও নার্সিং স্টাফরা।
এদিন ডাঃ বিধান চন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পরে মন্ত্রী উপস্থিত নার্স ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে লাড্ডু বিতরণ করেন।
প্রবাদ প্রতিম চিকিৎসক তথা বাংলার প্রথম রূপকার ডাঃ বি সি রায় এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, কালনা হাসপাতালে ডাঃ বিধান চন্দ্র রায়ের মূর্তি বসেছে। প্রতিবছর এই দিনটি পালন করা হয়। সেই মতন আজও এই দিনটি উদযাপন করা হলো। অন্যদিকে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে আজ চিকিৎসক দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমিক সোম সহ অন্যান্যরা।