একুশে জুলাইয়ের সমর্থনে মিছিল করলো তৃণমূল শিক্ষা সেল
Sangbad Prabhati, 20 July 2024
অতনু হাজরা, জামালপুর : রাত পোহালেই ঐতিহাসিক একুশে জুলাই। তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পনের দিন। সারা রাজ্য থেকে হাজার হাজার কর্মী সমর্থক কাল ভিড় জমাবেন ধর্মতলায়। সেই একুশে জুলাই কে সামনে রেখে আজ পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল শিক্ষা সেলের মাধ্যমিক, প্রাথমিক ও পির্শ্বশিক্ষকরা মিছিল করেন। প্রসঙ্গত গত ১৮ জুলাই ব্লক পার্টি অফিসে একটি প্রস্তুতি সভা করেন শিক্ষকরা। সেই সভায় ব্লক সভাপতি মেহেমুদ খান ও বিধায়ক অলক মাঝি তাঁদের পক্ষ থেকে শিক্ষকদের একটি মিছিল করার আবেদন রাখেন। তাঁদের ডাকে সারা দিয়ে আজকের এই মিছিল। মিছিলটি ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে শুরু হয়ে জামালপুর বাজার হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সেখানে একটি ছোট পথসভা করা হয়। মাধ্যমিক সমিতির মিছিলে নেতৃত্ব দেন সমিতির ব্লক সভাপতি দেবব্রত মুখার্জী, প্রাথমিক সমিতির মিছিলে নেতৃত্ব দেন আব্দুর রহমান ও সৌমেন ভট্টাচার্য। শিক্ষকদের এই মিছিলে পা মেলান তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। তিনি আজকের এই মিছিল করার জন্য শিক্ষক সংগঠনকে ধন্যবাদ জানান। তিনি দুই সংগঠনকে এক হয়ে আগামীদিনে আরো অনেক কাজ করার কথা বলেন।