Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Yoga for self and society মিলিত প্রয়াস এর উদ্যোগে বিশ্ব যোগ দিবস পালন


 

Yoga for self and society 

মিলিত প্রয়াস এর উদ্যোগে বিশ্ব যোগ দিবস পালন 




Sangbad Prabhati, 21 June 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ একুশে জুন বিশ্ব যোগ দিবস। ২০১৪ সালের থেকে শুরু করে সারা বিশ্বব্যাপী এই দিনটি যোগ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এই বছরের যোগ দিবসের থিম হলো 'যোগা ফর সেল্ফ এন্ড সোসাইটি', এই থিম কে সামনে রেখেই বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস শুক্রবার আলামগঞ্জে একটি যোগ প্রশিক্ষণ শিবির এর আয়োজন করে।

 এই শিবিরে সাথে সাথে ন্যাচারোপ্যাথির উপরেও একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই যোগ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমানের স্বনামধন্য যোগা ইন্সট্রাক্টর শ্যামল বিশ্বাস এবং পূর্ণজিৎ পাত্র। 

মিলিত প্রয়াসের সম্পাদক প্রতনু রক্ষিত জানান, এই অনুষ্ঠানে অঙ্কুশ ক্লাবের প্রায় ৬০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে পাঁচ বছরের শিশু যেমন উপস্থিত ছিল তেমনি ৭০ বছরের ঊর্ধের ব্যক্তিও উপস্থিত ছিলেন।

আজকের যোগা দিবসের অনুষ্ঠানে ন্যাশনাল যোগা কম্পিটিশনে পুরস্কার প্রাপ্ত ছাত্রী সুচেতা কর্মকার-কে মিলিত প্রয়াসের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়।