Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Thunderstorm বসতবাড়িতে বাজ পড়ে ভয়ঙ্কর অবস্থা


 

Thunderstorm 

বসতবাড়িতে বাজ পড়ে ভয়ঙ্কর অবস্থা



Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 20 June 2024

সৈয়দ আবু জাফর, পূর্বস্থলী : সকাল থেকেই হাঁসফাঁস করা অস্বস্তিকর অবস্থা। একটু বেলা বাড়তেই পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বেশ কিছু জায়গায় আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং দুপুরে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।। বৃহস্পতিবার দুপুরে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদন ঘাট থানার অন্তর্গত শেওড়া গড়িয়া এলাকায় একটি বাড়িতে বাজ পড়ে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির ছাদ থেকে শুরু করে ঘরের দেওয়াল। পুড়ে যায় বাড়ির সমস্ত ফ্যান। পুড়ে যায় টিভি। বাড়ির সদস্যরা জানান হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা বাড়ি। 

কিছু বুঝে ওঠার আগেই দেখা যায় বাড়ির একটি ফ্যানের কিছুটা অংশ ভেঙে পড়েছে খাটের ওপর এবং সেই খাটে সেই সময় শুয়েছিল ওই বাড়ির দুই মেয়ে। তাদের নাম রিফা সাজিদা খাতুন। সে গৌর মোহন রায় কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। অপরজন সুমাইয়া খাতুন। সে নাদনঘাট অন্নপূর্ণা বালিকা বিদ্যালয় এর নবম শ্রেণীর ছাত্রী। তাদের বাবার নাম লুৎফর শেখ মা আজমিরা শেখ। বাজ পড়ার পর থেকেই দুই বোনের কানেই প্রচন্ড রকম যন্ত্রণা হচ্ছে সাথে রয়েছে মাথা ব্যথা। দুই মেয়েকে দেখে তারা ছাদে গিয়ে দেখেন ফুটো হয়ে গেছে ছাদ এবং অনেক জায়গায় বাড়ির দেওয়াল ভেঙে গেছে। এককথায় বসতবাড়িতে বাজ পড়ে ভয়ঙ্কর অবস্থা।