Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Bus accident দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস, আহত ১৭


 

Bus accident 


দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস, আহত ১৭ 




Sk Samsuddin 
Sangbad Prabhati, 30 June 2024

সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি শহর লাগোয়া দুর্গাডাঙ্গা মোড়ের কাছে মেমারি মন্তেশ্বর রোডে বৃষ্টির মধ্যে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষে ১৭ জন জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ১১ জনকে মেমারি হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাদের অবস্থার গুরুত্ব বুঝে কয়েকজনকে বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়াও অল্প আঘাতপ্রাপ্তদের মেমারি হাসপাতালে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায় ১১ জন আহতের তালিকায় রয়েছেন ৬ বছরের শিশু অন্বেষা কিস্কু, বাড়ি পান্ডুয়ায়, যার মাথায় আঘাত লেগেছে। অনন্যা সোম (১৮) যাকে কলকাতায় স্থানান্তর করা হয় বাড়ি মন্তেশ্বরে। তার হাত ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌভিক ভূঁইয়া ২৪ বছর বয়স বাড়ি শেওরাফুলি, মাথায় লেগেছে। শ্রীরামপুরের বাসিন্দা বিভা চ্যাটার্জী চল্লিশ বছর বয়স, মাথায় আঘাত, প্রসেনজিৎ হাট (৩৫) বাড়ি চন্দননগর, মাথায় ও চোখে আঘাত। অনিমেষ পাল (২১) গোবর্ধনপুর নিবাসী ডানহাতে আঘাত। শ্রীরামপুরের উত্তম চ্যাটার্জী ৫৫ বছর বয়স, বাম হাতের কনুইয়ে আঘাত। তপন চৌধুরী ৪৮ বছর, হরধরপুর বাড়ি ডান হাতে আঘাত। শেখ সিরাজুল আলম ৫৮ বছর, বাড়ি মির্জাপুর, বাম হাতে আঘাত, সুব্রত পাল পঞ্চাশ বছর বয়স, ভদ্রেশ্বর বাড়ি, হাতে আঘাত। মন্তেশ্বরের তাপস কুমার রায় ৫০ বছর বয়স, বাম হাতে আঘাত পান। ঘটনা প্রসঙ্গে জানা যায় বৃষ্টিভেজা রাস্তায় দুটো গতিতে থাকা বাস ও লরির মধ্যে সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকায় ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে দ্রুততার সঙ্গে পুলিশ পৌঁছায় এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।