Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বিজয় মিছিলে তৃণমূল কর্মীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস


 

বিজয় মিছিলে তৃণমূল কর্মীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস 




Atanu Hazra 
Sangbad Prabhati, 8 June 2024

অতনু হাজরা,জামালপুর : লোকসভা নির্বাচনে জামালপুর থেকে রেকর্ড ভোট লিড পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার। ফল প্রকাশ হবার পর থেকেই বিভিন্ন অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে চলছে বিজয় মিছিল। আজ আঝাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিজয় মিছিল করা হয়। 

বিজয় মিছিলটি আঝাপুর হাটতলা থেকে শুরু হয়ে ভেরিলি পুলে এসে শেষ হয়। গত দুমাস ধরে ভোটের জন্য অমানবিক পরিশ্রম করেছেন নেতা কর্মীরা তাই এই বিজয় মিছিলে কর্মীদের পাশে থাকতে ও সাথে থাকতে অংশ নেন ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি ডাঃ প্রতাপ রক্ষিত সহ অঞ্চলের নেতৃত্ব, কর্মী সমর্থক ও সাধারণ মানুষেরা।

 ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, দলের কর্মীরাই দলের সম্পদ এই কথা বার বার বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজয় মিছিলে কর্মী সমর্থকদের একটা আবেগ কাজ করে যেহেতু দুমাস ধরে এই কর্মীরাই দলের হয়ে খেটেছেন, প্রচার করেছেন তাই তাদের পাশে এসে দাঁড়ানো উচিত। তাই আজ বিধায়ক সহ তাঁরা এই বিজয় মিছিলে অংশ নিয়েছেন। বিজয় মিছিলে কর্মী সমর্থকদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস ছিল দেখার মত।