বিজয় মিছিলে তৃণমূল কর্মীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
Sangbad Prabhati, 8 June 2024
অতনু হাজরা,জামালপুর : লোকসভা নির্বাচনে জামালপুর থেকে রেকর্ড ভোট লিড পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার। ফল প্রকাশ হবার পর থেকেই বিভিন্ন অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে চলছে বিজয় মিছিল। আজ আঝাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিজয় মিছিল করা হয়।
বিজয় মিছিলটি আঝাপুর হাটতলা থেকে শুরু হয়ে ভেরিলি পুলে এসে শেষ হয়। গত দুমাস ধরে ভোটের জন্য অমানবিক পরিশ্রম করেছেন নেতা কর্মীরা তাই এই বিজয় মিছিলে কর্মীদের পাশে থাকতে ও সাথে থাকতে অংশ নেন ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি ডাঃ প্রতাপ রক্ষিত সহ অঞ্চলের নেতৃত্ব, কর্মী সমর্থক ও সাধারণ মানুষেরা।
ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, দলের কর্মীরাই দলের সম্পদ এই কথা বার বার বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজয় মিছিলে কর্মী সমর্থকদের একটা আবেগ কাজ করে যেহেতু দুমাস ধরে এই কর্মীরাই দলের হয়ে খেটেছেন, প্রচার করেছেন তাই তাদের পাশে এসে দাঁড়ানো উচিত। তাই আজ বিধায়ক সহ তাঁরা এই বিজয় মিছিলে অংশ নিয়েছেন। বিজয় মিছিলে কর্মী সমর্থকদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস ছিল দেখার মত।