Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান রোটারী ক্লাবের উদ্যোগে তেজগঞ্জ হাই স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা


 

বর্ধমান রোটারী ক্লাবের উদ্যোগে তেজগঞ্জ হাই স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা 




Sangbad Prabhati, 12 June 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : তেজগঞ্জ হাই স্কুলে দীর্ঘদিন যে বিশুদ্ধ পানীয় জলের অভাব ছিল তা আজ পূর্ণ হল। বর্ধমান রোটারি ক্লাব বিদ্যালয়ের এই অসুবিধার কথা জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তারা তেজগঞ্জ হাই স্কুলকে বিশুদ্ধ পানীয় জল এর মেশিন সহ ২০০ লিটারের রিজার্ভার দান করেন। এর ফলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবে। জল বাহিত নানা রোগ থেকে তারা রেহাই পাবে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরাও এখান থেকে বিশুদ্ধ পানীয় জল পান করতে পারবেন। মিড ডে মিলের রান্নার কাজেও এই পানীয় জল ব্যবহার করা হবে বলে বিদ্যালয় থেকে জানানো হয়। 

বিশুদ্ধ পানীয় জলের অভাবে ছাত্র-ছাত্রীরা এত দিন নানান অসুবিধায় ভুগছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী জানান, ওয়াটার পিউরিফায়ার আসার ফলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হলো। বুধবার একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ওয়াটার পিউরিফায়ার এর শুভ উদ্বোধন হয়। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী  ক্লাব অব বর্ধমান এর প্রেসিডেন্ট জয়া পবি, সেক্রেটারি রাজেশ সুরানা সহ একাধিক বোর্ড মেম্বার। বিদ্যালয়ের তরফ থেকে তাদের প্রত্যেককেই সবুজ প্রাণের প্রতীক বৃক্ষ শিশু দিয়ে বরণ করে নেওয়া হয়।

 ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য গঠনের জন্য রোটারি ক্লাবের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিদ্যালয়ের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।