Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ধারন ম্যাচে ভারত এবং কুয়েত ম্যাচ গোল শূন্য ড্র, ফুটবল থেকে অবসর নিলেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী

 


ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ধারন ম্যাচে ভারত এবং কুয়েত ম্যাচ গোল শূন্য ড্র, ফুটবল থেকে অবসর নিলেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী 




Abhirup Acharya 
Sangbad Prabhati, 7 June 2024

অভিরূপ আচার্য, কলকাতা : আবেগে ভাসছে শহর কলকাতা ৷ ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ এ যোগ্যতা নির্ধারন ম্যাচে বৃহস্পতিবার ভারত খেলতে নেমেছিলো কুয়েত এর বিরুদ্ধে৷ প্রস্তুত ছিল কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়াম ৷ কুয়েত কে তাদের মাটিতে হারানোর পর কিছুটা আত্মবিশ্বাসী ভারতীয় ফুটবলাররা ৷ এই ম্যাচে খেলেই নিজের ফুটবল জীবন থেকে বিদায় নেবেন ভারতীয় জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী এটাই ছিল ঘোষিত ৷ সেই আবেগে ভাসছিল ভারতীয় ফুটবল সমর্থকরা ৷ যুবভারতী স্টেডিয়ামে প্রায় ৫৮ হাজার দর্শক এর মাঝে খেলা হলো ভারত ও কুয়েত এর মধ্যে৷ 

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর এই যোগ্যাতা নির্ধারণ ম্যাচের গ্রুপ থেকে দুটি দল এএফসি কাপ এ ২০২৭ এর যোগ্যতা অর্জন করবে৷ সব দিক থেকে এই ম্যাচ একটা বড়ো চ্যালেঞ্জ দুই দলের কাছে। প্রথম দিকে কুয়েত এর ফুটবলাররা বেশকিছু গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় তারা ৷ ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত এর অসাধারন গোলরক্ষন বাধা হয়ে দাড়ায় কুয়েত এর কাছে ৷ এর পর প্রথম অর্ধের খেলা গোল শূন্য শেষ হয়৷ ম্যাচের দ্বিতীয় অর্ধেও দুই দল লড়াই চালিয়ে কোন গোল করতে পারেনি৷ পুরো সময়ে খেলার ফল থাকলো ভারত o কুয়েত o বিশ্বফুটবলের মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্দোর পর আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যায় সুনীল ছেত্রী আছেন তৃতীয় স্থানে ৷ 

সুনীল ছেত্রী ২০১১ সালে ভারত সরকারের থেকে পেয়েছেন অর্জুন পুরস্কার ৷ ২০১৯ এ পেয়েছেন ভারতের পদ্মশী পুরস্কার সহ অসংখ্য সন্মন ৷ ফুটবলার হিসাবে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন AFC চ্যালেঞ্জ কাপ, সাফ কাপ, নেহেরু কাপ, ইন্টার কন্টিনেন্টাল কাপ সহ অনেক আন্তর্জাতিক ম্যাচ ৷ কুয়েত এর বিরুদ্ধে এই ম্যাচে কলকাতার দর্শকরা স্টেডিয়াম ভারিয়ে ছিলেন ৷ ফিফার বর্তমান তালিকায় ভারতের স্থান ১২১ এবং কুয়েত এর স্থান ১৩৯। সুনীল ২০১০ এ ভারতের বাইরে আমেরিকার মেজর সরকার লিগ কানসাস সিটি উইর্জাডের হয়ে খেলেছেন ৷

 কলকাতার মোহনবাগানেও দীর্ঘ দিন খেলেছেন৷ ভারতীয় ফুটবলে বর্ষ সেরা হয়েছেন ২০০৭, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮ এবং ২০১৯। সুনীল ছেত্রী মানেই ভারতীয় ফুটবলের আইকন৷ এমন এক ফুটবলার মাত্র ৩৯ বছর বয়স নিজের ফুটবল জীবন থেকে বিদায় নিলেন কুয়েত এর সঙ্গে ম্যাচ খেলার পর৷ আবেগ কলকাতা সহ ভারতীয় ফুটবল সমর্থকদের৷ রাজ্য সরকারের পক্ষ থেকে সুনীল ছেত্রীকে সন্মানও জানান হয়। রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরুপ বিশ্বাস ম্যাচ শেষে ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রীকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সন্মান জানিয়ে বলেন কলকাতা হলো ফুটবলের মক্কা৷ এই যুবভারতী ক্রীড়াঙ্গন এ সুনীল ছেত্রীর অবসর নেওয়া একটি ইতিহাস হয়ে রইলো।