Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পারুলিয়া বিবেকানন্দ যুব মহামন্ডলের উদ্যোগের রক্তদান শিবির

 


পারুলিয়া বিবেকানন্দ যুব মহামন্ডলের উদ্যোগের রক্তদান শিবির 




Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 30 June 2024

সৈয়দ আবু জাফর, পূর্বস্থলী : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের অন্তর্গত পারুলিয়া বাজারে পারুলিয়া বিবেকানন্দ যুব মহামন্ডলের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় ৬০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। 

এই রক্তদান শিবিরটি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের সহযোগিতায় হয়। এই সময়ে হাসপাতালে তীব্র রক্ত সংকট দেখা যাচ্ছে, সেটা কিছুটা হলেও মেটাতে এই রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্বস্থলী ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কালী শংকর ব্যানার্জী সহ বিশিষ্টজনেরা। 

উদ্যোক্তাদের তরফে বাবলু মাহাতো বলেন, আমরা প্রতিবছরই এই রক্তদান শিবির আয়োজন করি। এবছর ১৫তম রক্তদান শিবির আয়োজিত হলো। এছাড়াও আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, যেমন স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, হাসপাতালে ফল বিতরণ সহ আরো অনেক কিছু।