Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান স্টেশনে ৩৫ টি বেআইনি দোকান উচ্ছেদ করলো পূর্ব রেল


 

বর্ধমান স্টেশনে ৩৫ টি বেআইনি দোকান উচ্ছেদ করলো পূর্ব রেল




Sangbad Prabhati, 3 June 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : যাত্রীসুবিধার্থে ও চলাফেরায় স্বাচ্ছন্দ্য আনতে প্লাটফর্মে দখল করে বসে থাকা ৩৫ টি বেআইনি দোকানকে উচ্ছেদ করলো পূর্ব রেল। এর মধ্যে ১৬ টি ষ্টল এবং ১৯ টি ট্রলি ছিল। বর্ধমান স্টেশনে এই উচ্ছেদ অভিযান সোমবার ভোর রাতে থেকে চলে। এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বিক্ষোভও হয়।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বেআইনি দোকানগুলিকে তাদের দখলদারি ত্যাগ করার জন্য আগেই নোটিশ দিয়েছিল পূর্ব রেল। কিন্তু এরা এদের দখলদারি বজায় রেখে যাত্রীদের অসুবিধা সৃষ্টি করেই চলেছিল। বর্ধমান একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন। অগণিত মেল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেনের জংশন পয়েন্ট বলা যেতে পারে। অসংখ্য রেলযাত্রী প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন প্রশস্ত প্লাটফর্মকে অপরিসর করে তোলা এই বেআইনি দোকানগুলির জন্য। এমনকি এই বেআইনি বিক্রেতারা ১নং প্লাটফর্মের রিফ্রেশমেন্ট রুমটিকেও দখল করে নিয়েছিলেন। এসমস্ত অবৈধ দখলদারদের স্টেশন প্লাটফর্ম থেকে উচ্ছেদ করে বর্ধমান স্টেশনের প্লাটফর্মকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে। 

এব্যাপারে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, 'যাত্রীস্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য প্লাটফর্ম অবৈধ দখলদারিমুক্ত করতে পূর্বরেল বদ্ধপরিকর। যাত্রীদের কাছে আরও অনুরোধ যে, এজাতীয় দখলদারির প্রতিবাদ করুন যাতে আপনাদের যাতায়াত ও স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত না ঘটে'।