Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অনূর্ধ্ব ১৭ ক্লাস্টার লেভেল সুব্রত কাপ জামালপুরে


 

অনূর্ধ্ব ১৭ ক্লাস্টার লেভেল সুব্রত কাপ জামালপুরে




Atanu Hazra 
Sangbad Prabhati, 26 June 2024

অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে, ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের সহায়তায়, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস তিনদিন ব্যাপী ক্লাস্টার লেভেল অনূর্ধ্ব ১৭ ইন্টার স্কুল সুব্রত কাপ অনুষ্ঠিত হচ্ছে পূর্ব বর্ধমানের জামালপুরে। সেলিমাবাদ তরুণ সংঘের মাঠ ও দাদপুর যুব সংঘের চিলড্রেন পার্ক মাঠে সম্পন্ন হবে এই খেলা। 

২৭ জুন এই খেলার শুভ উদ্বোধন করেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইরিগ্রেশন এন্ড ওয়াটারওয়েস ডিপার্টমেন্ট (পূর্ব বর্ধমান) এর সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার প্রদীপ চক্রবর্তী, বিশেষ অতিথি হিসাবে ছিলেন জামালপুরের বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর গেমস এন্ড স্পোর্টস এর সাধারণ সম্পাদক অরুণাভ কোনার, গোপালপুর মুক্তিকেশী বিদ্যালয়ের শিক্ষক দেবব্রত মুখার্জী, শিপতাই মহুলা সতিরঞ্জন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুন্তল চট্টোপাধ্যায়, সেলিমাবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক ভোলানাথ কর্মকার, মহকুমা, জোনাল এর স্পোর্টস আধিকারিক ও শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা। 

৯ টি জেলা এদিনের খেলায় প্রতিনিধিত্ব করে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার উদ্বোধন করেন বিধায়ক অলক কুমার মাঝি। ৯ টি দল ছাড়াও স্থানীয় বিদ্যালয়গুলো থেকে ছাত্র ছাত্রীরা মার্চ পাস্টে অংশ নেয়। শুক্রবার দাদপুর খেলার মাঠে হবে ফাইনাল খেলা।