Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

তৃণমূলের জয় কে একটু অন্য রকম ভাবে উদযাপনের ভাবনা


 

তৃণমূলের জয় কে একটু অন্য রকম ভাবে উদযাপনের ভাবনা 




Atanu Hazra 
Sangbad Prabhati, 10 June 2024

অতনু হাজরা, জামালপুর : শাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব জামালপুর ব্লকে তৃণমূলের এক তরুণ নেতা ও জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। বরাবরই তিনি একটু অন্যরকম চিন্তা-ভাবনা করে থাকেন। যে কোন অনুষ্ঠান একটু সক্রিয় ভাবে করার চেষ্টা করে থাকেন তিনি। ইতিপূর্বেই জামালপুরের মত জায়গায় তিনি পূজা কার্নিভাল করে দেখিয়েছেন। রাজ্যজুড়ে তৃণমূলের জয় কে পালন করতে বিভিন্ন জায়গাতেই বিজয় মিছিল হচ্ছে এবং সেই বিজয় মিছিলে অংশ নিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ৯ জুন জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের ৩২ বিঘা, সেলিমাবাদ, জানকুলি ও মিলপাড়ায় বিজয় মিছিলে অংশ নেন পাঞ্জাব। 

এবারের ভোটের জয় স্মরণীয় করতে তিনি বিশেষ উদ্যোগ নিচ্ছেন। ভোট পরবর্তী সময় অনেক হিংসার খবর পাওয়া যায়। তিনি বলেন হিংসা তাঁদের দল, তাঁদের নেত্রী কখনোই পছন্দ করেন না। তাই এই গরমে তাঁরা ৭ দিন ব্যাপী রক্তদান শিবির করতে চান। সত্যিই তাঁর এই ভাবনা বিশেষ কৃতিত্বের দাবি রাখে। এ ছাড়াও তাঁর অঞ্চলে দল ৪৪৬৬ ভোটে জিতেছে। তিনি সম সংখ্যক বৃক্ষ রোপন করবেন তাঁর অঞ্চলের মধ্যে। কারণ আজকের দিনে পরিবেশ রক্ষা খুবই জরুরী হয়ে পড়েছে। এই দুটি কর্মসূচির দিনক্ষণ খুব শীঘ্রই তিনি জানিয়ে দেবেন বলে জানিয়েছেন।