তৃণমূলের জয় কে একটু অন্য রকম ভাবে উদযাপনের ভাবনা
Sangbad Prabhati, 10 June 2024
অতনু হাজরা, জামালপুর : শাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব জামালপুর ব্লকে তৃণমূলের এক তরুণ নেতা ও জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। বরাবরই তিনি একটু অন্যরকম চিন্তা-ভাবনা করে থাকেন। যে কোন অনুষ্ঠান একটু সক্রিয় ভাবে করার চেষ্টা করে থাকেন তিনি। ইতিপূর্বেই জামালপুরের মত জায়গায় তিনি পূজা কার্নিভাল করে দেখিয়েছেন। রাজ্যজুড়ে তৃণমূলের জয় কে পালন করতে বিভিন্ন জায়গাতেই বিজয় মিছিল হচ্ছে এবং সেই বিজয় মিছিলে অংশ নিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ৯ জুন জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের ৩২ বিঘা, সেলিমাবাদ, জানকুলি ও মিলপাড়ায় বিজয় মিছিলে অংশ নেন পাঞ্জাব।
এবারের ভোটের জয় স্মরণীয় করতে তিনি বিশেষ উদ্যোগ নিচ্ছেন। ভোট পরবর্তী সময় অনেক হিংসার খবর পাওয়া যায়। তিনি বলেন হিংসা তাঁদের দল, তাঁদের নেত্রী কখনোই পছন্দ করেন না। তাই এই গরমে তাঁরা ৭ দিন ব্যাপী রক্তদান শিবির করতে চান। সত্যিই তাঁর এই ভাবনা বিশেষ কৃতিত্বের দাবি রাখে। এ ছাড়াও তাঁর অঞ্চলে দল ৪৪৬৬ ভোটে জিতেছে। তিনি সম সংখ্যক বৃক্ষ রোপন করবেন তাঁর অঞ্চলের মধ্যে। কারণ আজকের দিনে পরিবেশ রক্ষা খুবই জরুরী হয়ে পড়েছে। এই দুটি কর্মসূচির দিনক্ষণ খুব শীঘ্রই তিনি জানিয়ে দেবেন বলে জানিয়েছেন।