বিশ্ব যোগ দিবস পালন করলো নেতাজি এ্যাথলেটিক ক্লাব
Sangbad Prabhati, 21 June 2024
অতনু হাজরা, জামালপুর : গোটা দেশ জুড়ে আজ বিশ্ব যোগা দিবস পালন করা হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুরে নেতাজী এ্যাথলেটিক ক্লাব তাদের ক্ষুদে সদস্যদের নিয়ে নিজস্ব মাঠে বিশ্ব যোগা দিবস পালন করলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিডিও পার্থ সারথী দে, জামালপুর ১ পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব সহ অন্যান্যরা। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক, সভাপতি সহ অন্যান্যরা।
বিডিও তাঁর বক্তব্যে আজকের দিনে মানুষের জীবনে যোগ ব্যায়ামের উপযোগিতার বিষয়ে তাঁর বক্তব্য রাখেন। এবং সকলকে যোগ ব্যায়াম অভ্যাস করার কথা বলেন। পাঞ্জাব বাবু নেতাজী ক্লাবের এই উদ্যোগ কে সাধুবাদ জানান। আজকের দিনে মানুষ যে ভাবে জীবন যাপন করে তাতে প্রত্যেকেরই যোগ ব্যয়াম করা প্রয়োজন। এতে শরীর ও মন দুই ভালো থাকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ত্রম্বক সেনগুপ্ত।