Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বেরুগ্রাম থেকে বর্ধমান মহাসমারোহে লোকনাথ বাবার তিরোভাব দিবস পালন


 

বেরুগ্রাম থেকে বর্ধমান মহাসমারোহে লোকনাথ বাবার তিরোভাব দিবস পালন  



Atanu Hazra
Sangbad Prabhati, 2 June 2024

অতনু হাজরা, জামালপুর ও বর্ধমান : লোকনাথ বাবার পূর্ব জীবনের গৃহস্থ আশ্রম ছিল দামোদরের তীরে বেরুগাঁ অর্থাৎ বেরুগ্রাম। সেখানে তার জন্মভূত সংলগ্ন অঞ্চলে গড়ে উঠেছে একটি মন্দির। দামোদরের তীরে অতি মনোরম পরিবেশ এই মন্দিরের। প্রতিবছরই বাবার তিরোধান দিবসে মহা ধূমধাম করে এখানে পুজো এবং যজ্ঞ করা হয়। দূর দূরান্ত থেকে হাজার হাজার বাবার ভক্তের সমাগম হয় এখানে। ১৯শে জৈষ্ঠ্য পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের বেরুগ্রামে যেন এক উৎসবের আমেজ। 

এই পুজোকে কেন্দ্র করে বসে মেলা এবং আগত হাজার হাজার ভক্তদের খাওয়ানো হয় ভোগ প্রসাদ। পুজো কমিটির সভাপতি সঞ্জয় হাজরা জানান, সকাল থেকেই শুরু হয়ে যায় বাবার এই ভোগ প্রসাদ রান্নার কাজ। দূর দূরান্ত থেকে প্রচুর বাবার ভক্ত আসেন এখানে পুজো দিতে। গ্রামের সকল তরুণরা একযোগে সাহায্য করে বাবার এই ভোগ প্রসাদ তৈরি করতে। আজকের এই বিশেষ দিনে করা হয় বিশেষ পুজো। চলে হরিনাম সংকীর্তন। প্রচুর ভক্তের মনোবাসনা পূরণ হওয়ায় তাঁরা পুজো দিতে আসেন আজকের এই বিশেষ দিনে।

শহর বর্ধমানে খোসবাগানের নারকেল বাগান মোড়ে শ্রীশ্রী লোকনাথ আশ্রমে লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোভাব দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়। এদিন সকাল থেকেই পুজো অর্চনা চলে। দুপুর সাড়ে বারোটা থেকে ভক্তদের জন্য বিশেষ পুষ্পাঞ্জলির ব্যবস্থা করা হয়েছিল। লোকনাথ বাবার বহু ভক্ত আশ্রমে উপস্থিত হয়ে বাবার চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আগত ভক্তদের হাতে আশ্রমের পক্ষ থেকে আধুনিক মোড়কে ভোগ প্রসাদের মালসা তুলে দেওয়া হয়।