Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঈদুজ্জোহা উপলক্ষ্যে প্রশাসনিক বৈঠক


 

ঈদুজ্জোহা উপলক্ষ্যে প্রশাসনিক বৈঠক




Atanu Hazra 
Sangbad Prabhati, 15 June 2024

অতনু হাজরা, জামালপুর : আগামী সোমবার ইসলাম ধর্মের অন্যতম এক উৎসব ঈদুল আযহা বা ঈদুজ্জোহা। মুসলমান সম্প্রদায়ের এই উৎসব বকরি ঈদ নামেও পরিচিত। সেই উৎসব যাতে শান্তিপূর্ণ ও যথাযথ ভাবে পালন করা নিয়ে জামালপুরের সমস্ত মসজিদের ইমাম দের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করা হয়।

 জামালপুর ব্লকের পঞ্চায়েত সমিতির মিটিং হলে আয়োজিত এদিনের সভায় উপস্থিত ছিলেন বিডিও পার্থ সারথী দে, পুলিশের সি আই বিশ্বজিৎ মন্ডল, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান সহ অন্যান্যরা। 

ইমামদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জালালুদ্দিন সাহেব, নজরুল সাহেবের নেতৃত্বে ইমামদের কমিটির সকলে। ইমামদের উদ্দেশ্যে বলা হয় সকলেই যেনো তাঁরা সচেতন থাকেন। যেনো কোনো ভাবেই এই অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত না হয়। সমবেত সকলেই তাতে সম্মতি জানান। যে কোনো রকম সমস্যায় যেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। সেই বার্তা প্রশাসনের তরফে জানানো হয়।