Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সরকারী নির্দেশ মোতাবেক গ্রাম থেকে শহরে মর্নিং স্কুল


 

সরকারী নির্দেশ মোতাবেক গ্রাম থেকে শহরে মর্নিং স্কুল




Atanu Hazra 
Sangbad Prabhati, 14 June 2024

অতনু হাজরা, জামালপুর : ব্যাপক তাপপ্রবাহের কারণে রাজ্যে অগ্রিম গরমের ছুটি দেওয়া হয়েছিল। সেই গ্রীষ্মের ছুটির পর পুনরায় স্কুল খুললেও গ্রীষ্মের দাবদাহ একেবারেই কমেনি। ফলে রাজ্যসরকারের শিক্ষা দপ্তর একটি নির্দেশিকা দেন সরকারী বা সরকার পোষিত স্কুল গুলি যদি মনে করে তাঁরা মর্নিং স্কুল করতে পরে। সেই মোতাবেক আজই বর্ধমান শহরের নামী স্কুল বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আগামী ১৮ জুন থেকে তাদের মর্নিং স্কুল শুরু হবে। 

এদিকে জামালপুর ব্লকের প্রায় সমস্ত হাই স্কুলেই ১৪ জুন থেকে মর্নিং সেকশনে স্কুল শুরু হয়েছে। মর্নিং সেকশনে স্কুল শুরু হতেই স্কুল গুলিতে ছাত্র ছাত্রীর উপস্থিতি অনেক বেশী দেখা যায়। সকলেই আনন্দ সহকারে মিড ডে মিল খায়। সব স্কুলেই এই চিত্র দেখা যায়। ব্লকের বেরুগ্রাম এ জি সি বি বিদ্যাপীঠ, গোপালপুর মুক্তকেশী স্কুল, বনবিবিতলা হাই স্কুল, সাদিপুর ডি এস এস বিদ্যমন্দির প্রভৃতি স্কুলের প্রধান শিক্ষকরা জানান মর্নিং সেকশনে স্কুল তাঁরা আজ থেকেই চালু করেছেন। তাতে করে ছাত্র ছাত্রী অনেক বেশি উপস্থিত হয়েছে।

 সরকারী নির্দেশ মেনে তাঁরা জুন মাস পর্যন্ত মর্নিং স্কুল করবেন। অভিভাবকরাও স্কুলগুলোর এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। কারণ প্রচণ্ড তাপের হাত থেকে ছেলে মেয়েরা অনেকটাই স্বস্তি পাবে।