Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পরিবেশ সপ্তাহ পালনের শেষ দিনে সিঙ্গল ইউজ প্লাস্টিক বর্জন করার বার্তা দিলো ছাত্র-ছাত্রীরা


 

পরিবেশ সপ্তাহ পালনের শেষ দিনে সিঙ্গল ইউজ প্লাস্টিক বর্জন করার বার্তা দিলো ছাত্র-ছাত্রীরা 



Sangbad Prabhati, 12 June 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের আয়োজনে রাজ্যের বিদ্যালয়গুলিতে পালিত পরিবেশ সপ্তাহের আজ ছিল সপ্তম তথা শেষ দিন। মিশন লাইফ এই প্রধান থিমে, আজকের থিম ছিল সিঙ্গল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ বর্জন। বিদ্যালয়ে প্লাস্টিক আসে প্রধানত মিডডে মিলের মুদিখানা আর সবজি বাজারে। এছাড়া নানারকম বিস্কুট চকোলেট স্ন্যাকস কেক ইত্যাদির মোড়ক হিসেবে প্লাস্টিক দেখতে পাওয়া যায়। ছাত্রছাত্রীদের প্রতিনিধি হয়ে আজকের অনুষ্ঠানে অংশ নেয় সুরজ, তৃষা, সরমা, সোহম, অনুষ্কা ও অন্যান্যরা। 

সকলে জানায় যে আমাদের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে প্লাস্টিক সম্পূর্ণভাবে বর্জন করা হবে। এমনকি, জলের প্লাস্টিক বোতল যথাসাধ্য কমিয়ে আনতে হবে। সকলে মিলে ঠিক করা হল যে, নোটিস বোর্ড ও অন্যান্য জায়গায় প্লাস্টিকের ক্ষতির কথা জানানো হবে যাতে ছাত্রছাত্রীরা প্লাস্টিক বোতল আস্তে আস্তে ছেড়ে দিতে পারে। বিভিন্ন অনুষ্ঠানে স্টাইরোফোমের থালা বাটি গ্লাস আনা হবে না। বরং স্থানীয়ভাবে শাল বা কলার পাতায় খাওয়ার ব্যবস্থা করতে হবে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা বিশিষ্ট পরিবেশবিদ ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, প্লাস্টিক এই সভ্যতার অভিশাপ। শুধু ব্যবহারকারী মানুষের ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে তোলাই নয়, মাটি অনুর্বর করে, জল দূষিত করে এই আপদসূচক অবিষ্কারটি। বিশেষত সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার মায়ের শরীরের মাধ্যমে ভ্রূণে পর্যন্ত সংক্রামিত হচ্ছে যা বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলেছে। মানুষের হার্ট কিডনি লাংস এবং ব্রেন সবেতেই এই গণশত্রু প্লাস্টিকের উপস্থিতি। 

এখনও যদি আমরা সতর্ক না হই তবে আর কবে হব। তাই অকুণ্ঠ ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে এই সপ্তাহব্যাপী পরিবেশ সপ্তাহ পালনের নির্দেশিকার জন্য। আশা করি আমাদের ভবিষ্যত প্রজন্ম করে দেখাবে, যা আমরা করতে পারলাম না। কারণ ছাত্রছাত্রীরাই আমাদের ভবিষ্যত।