Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

শিশু ও দুস্থদের সঙ্গে মানবিক জন্মদিন পালন


 

শিশু ও দুস্থদের সঙ্গে মানবিক জন্মদিন পালন 




Sangbad Prabhati, 26 May 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মানবিক উদ্যোগে জন্মদিন পালন করলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর পূর্ব বর্ধমান জেলার সভাপতি সেখ হাফিজুল রহমান। ২৫ মে তাঁর জন্মদিন পালিত হলো ভিন্নমাত্রিক আবহে। বর্ধমানে প্যান্টালুন শোরুম এর বিপরীতে বীরহাটা ক্লক টাওয়ার এর কাছে কোড়াপাড়া বস্তিবাসীর সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন। 

কেক কাটার পাশাপাশি শিশু ও দুস্থ মানুষদের ৩০০ জনের পাতে দুপুরের খাবার তুলে দেন। মেনুতে ছিল মিনিকেট চালের ভাত, সবজি, ধোকার ডালনা, রুই মাছের কালিয়া, রসগোল্লা এবং কেক। 

জন্মদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারম্যান আইনুল হক, সমাজকর্মী স্তুতি দেবী, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর পূর্ব বর্ধমান জেলার সহ-সম্পাদক তামান্না শারমিন, পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ড এর সহ-সভাপতি মোঃ শামীম, পূর্ব বর্ধমান জেলার সম্পাদক শেখ সাদ্দাম, সমাজসেবী জিয়াউল শেখ (বরুণ), সেখ সবুর আলী(মুন্না), অরূপ কুমার দিগের, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর সদস্য শেখ সাবীর আলী। 

এছাড়াও হিউম্যান রাইটসের জেলার অন্যান্য সদস্য সদস্যারা এবং হাফিজুল রহমানের পরিবারের আত্মীয়-স্বজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।