ভোট দিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার
Sangbad Prabhati, 13 May 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভোট দিলেন ৩৮ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার। সকাল সকাল ভোট দিয়ে নিজের অনুভূতি জানালেন শর্মিলা।
আজ ২৭০ কাটোয়া বিধানসভার অগ্রদ্বীপের এলাকার গাজীপুরের ১৯২ নম্বর বুথ বুথে ভোট দিলেন ডাঃ শর্মিলা সরকার। তিনি দীর্ঘদিন কলকাতায় বসবাস করলেও তার ভোটার কেন্দ্র হল এই অগ্রদ্বীপ ইউনিয়ন স্কুল। প্রথমদিকে এই সেন্টারে ইভিএম এর যান্ত্রিক গোলযোগের জন্য অনেক দেরিতে ভোট গ্রহণ শুরু হয়। প্রায় ৩০ মিনিট দেরি হওয়ায় প্রথমদিকে কয়েকজন ভোট দেওয়ার পর তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার ভোট দেন।
ডাঃ শর্মিলা সরকার তার অনুভূতির কথা বলতে গিয়ে বলেন, ইতিপূর্বে অনেকবার ভোট দিয়েছেন। এবার তিনি নিজেই ভোট প্রার্থী।