Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তীতে রক্তদান শিবির


 

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তীতে রক্তদান শিবির 




Atanu Hazra 
Sangbad Prabhati, 25 May 2024

অতনু হাজরা, জামালপুর : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তীতে রামবাটি বারোয়ারি তলার রামবাটি সিদ্ধেশ্বরী যুব সংঘ রুবাল লাইব্রেরীর পরিচালনায় ও সাহায্যের হাতের সহযোগিতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 

গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যে রক্তের অভাব মেটাতে এই উদ্যোগ বলে জানান, রামবাটি যুব সংঘের সম্পাদক কল্লোল মন্ডল। প্রচন্ড গরম উপেক্ষা করেও অনুষ্ঠানে মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। 

প্রায় ৪০ জন পুরুষ ও মহিলা রক্তদাতা এদিন রক্তদান করেন। উল্লেখ্য প্রত্যেক রক্তদাতা কে পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে একটি করে মেহগনি চারা গাছ প্রদান করা হয়। এই এই দুটি সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে এইরূপ সংকটময় সময়ে রক্তের যোগান ও রক্তের অভাব মেটানোর জন্য ভবিষ্যতে তারা এরূপ আরও সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করবেন। বর্ধমানের শিব শংকর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করেছে। উপস্থিত ছিলেন সাহায্যের হাত এর সম্পাদক দেবাশীষ ব্যানার্জী সহ সৈকত,শুভ, শ্রীকান্ত, আদর্শ, সুমন প্রমুখ।