বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তীতে রক্তদান শিবির
Sangbad Prabhati, 25 May 2024
অতনু হাজরা, জামালপুর : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তীতে রামবাটি বারোয়ারি তলার রামবাটি সিদ্ধেশ্বরী যুব সংঘ রুবাল লাইব্রেরীর পরিচালনায় ও সাহায্যের হাতের সহযোগিতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যে রক্তের অভাব মেটাতে এই উদ্যোগ বলে জানান, রামবাটি যুব সংঘের সম্পাদক কল্লোল মন্ডল। প্রচন্ড গরম উপেক্ষা করেও অনুষ্ঠানে মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।
প্রায় ৪০ জন পুরুষ ও মহিলা রক্তদাতা এদিন রক্তদান করেন। উল্লেখ্য প্রত্যেক রক্তদাতা কে পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে একটি করে মেহগনি চারা গাছ প্রদান করা হয়। এই এই দুটি সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে এইরূপ সংকটময় সময়ে রক্তের যোগান ও রক্তের অভাব মেটানোর জন্য ভবিষ্যতে তারা এরূপ আরও সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করবেন। বর্ধমানের শিব শংকর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করেছে। উপস্থিত ছিলেন সাহায্যের হাত এর সম্পাদক দেবাশীষ ব্যানার্জী সহ সৈকত,শুভ, শ্রীকান্ত, আদর্শ, সুমন প্রমুখ।