Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গন্তারের জনসভা থেকে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় বিষোদগার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


 

গন্তারের জনসভা থেকে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় বিষোদগার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 




Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 2 May 2024

জগন্নাথ ভৌমিক, মেমারি : বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডাঃ শর্মিলা সরকার এর সমর্থনে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার অন্তর্গত গন্তার ফুটবল মাঠে এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং মোদী সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় বিষোদগার করেন। 

তিনি বলেন, বাজপাখির দুটি চোখ একটা বিজেপি অন্যটা কংগ্রেস। ওরা বাংলা দেখলেই লুচির মতো ফোলে, মোদিবাবুর খুব রাগ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি বেঁচে থাকতে সংবিধান ভাঙতে দেব না, দেশ বিক্রি করতে দেব না। এনআরসি এবং সিএএ করতে দেব না। বিজেপি ক্ষমতায় এলে দেশ-ধর্ম-জাতি-সংবিধান বিক্রি করে দেবে। ৩৫০ টি টিম এসেছিল তদন্ত করতে, বাংলার দুর্নীতির বিরুদ্ধে কিছুই পায়নি'। তাই বলছি প্রধানমন্ত্রীর ধমকানি শুনে ভয় পাবেন না।

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'মোদির ভিক্ষা আমাদের চাই না, ডিসেম্বর মাস থেকে আবাসের টাকা আমরাই দেব। একশো দিনের কাজ, পাকা বাড়ি, রাস্তা তৈরির টাকা কিছুই দেয়নি ওরা। বিজেপি সমস্ত কিছুর দাম বাড়িয়েছে, কিন্তু মানুষের দাম কমিয়েছে।আসলে বিজেপির কাছে বাংলা দুয়োরানি'।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে এবার বদল চাই, ইণ্ডিয়া জোট দেশ তৈরি করবে। সরকার গঠনে বাংলা বড় ভূমিকা নেবে। তিনি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।