লোকসভা ভোটের প্রচারে বিজেপির মিছিল
Atanu Hazra
Sangbad Prabhati, 11 May 2024
Sangbad Prabhati, 11 May 2024
অতনু হাজরা, জামালপুর : আজ বিকেলেই হচ্ছে চতুর্থ দফার ভোটের প্রচার। তাই সব রাজনৈতিক দল তাদের প্রচার নিয়ে ব্যস্ত। জামালপুরে প্রচারে ব্যস্ত বিজেপি। শুক্রবার কালনার সারদা লজে কর্মীদের নিয়ে বৈঠক করেন অমিত মালব্য। ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়।
বিকালে পাঁচড়া অঞ্চলে বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে একটি মিছিল করা হয়। মিছিলে নেতৃত্ব দেন কাটোয়া সংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী শ্রাবন্তী মজুমদার ও জামালপুর ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। মিছিল থেকে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করা হয়। এবং এই সরকারের কাছ থেকে মুক্তি পেতে সকলকে বিজেপি প্রার্থী অসীম সরকারকে ভোট দিয়ে জয় যুক্ত করার আবেদন রাখা হয়।