Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভোট বয়কটের ডাক রুখতে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এলাকা পরিদর্শনে


 

ভোট বয়কটের ডাক রুখতে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এলাকা পরিদর্শনে 




Sk Samsuddin 
Sangbad Prabhati, 10 May 2024

সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার দিলালপুর গ্রামের মানুষ ভোট বয়কটের ডাক দিয়েছে। দিলালপুর গ্রামে ডিভিসি ক্যানেলের উপর কাঠের সেতু পাকা করার দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় ভোট বয়কটের ডাক দিয়ে বিভিন্ন এলাকায় পোস্টার দেয়। 

সেই প্রেক্ষিতে আজ নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে মেমারি ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অন্যান্য বেরা, ডিইও শুভেন্দু সাঁই সহ অন্যান্য আধিকারিক পুলিশ প্রশাসন সহ কেন্দ্রীয় বাহিনী এলাকা পরিদর্শন করেন এবং গ্রামবাসীদের ভোট দেওয়ার আহ্বান জানান। 

বিডিও এলাকা পরিদর্শন করে গ্রামবাসীদের দাবি যথাযথ বলে তিনি গ্রামবাসীদের বোঝান, 'ভোট বয়কট সমাধান নয়। আপনারা ভোট দিয়ে নাগরিক হিসেবে দায়িত্ব পালন করুন। নির্বাচন মিটে গেলে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।'