Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

KAVACH রেলের 'কবচ' সিস্টেমের ভূয়সী প্রশংসা করল সুপ্রিম কোর্ট


 

KAVACH 

রেলের 'কবচ'  সিস্টেমের ভূয়সী প্রশংসা করল সুপ্রিম কোর্ট



Sangbad Prabhati, 16 April 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ট্রেন চলাচলের সুরক্ষাবৃদ্ধিতে সুপ্রিম কোর্ট "KAVACH" সিস্টেম প্রয়োগের কাজের ভূয়সী প্রশংসা করেছে। ১৫ এপ্রিল একটি জনস্বার্থ মামলাকে খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত বলেছে যে, ভারতীয় রেল, ট্রেন চলাচলের সুরক্ষাবৃদ্ধিতে যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নয়নসহ সাফল্যের সাথে "KAVACH" সিস্টেম প্রয়োগের ব্যবস্থা করেছে। 

কিন্তু কি এই কবচ ? আসলে কবচ সেই ভারতীয় প্রযুক্তি যা দুটো ট্রেনকে মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা করতে পারে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, বালাসোর ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে করা এই জনস্বার্থ মামলায় রেলকে সংঘর্ষ এড়াতে আরও উন্নত ব্যবস্থা অবলম্বনের জন্য আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্ট ভারতীয় রেলের কর্মপদ্ধতির প্রতি আস্থা রেখে এই মামলাটি খারিজ করেছে এবং অভিমত পোষণ করেছে যে, ভারতীয় রেল safety system প্রয়োগে যথেষ্ট কাজ করে চলেছে এবং সমস্তক্ষেত্রেই উপযুক্ত ব্যবস্থা নিয়েছে।