Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Heat waves তাপ প্রবাহের সতর্কতা, কি করবেন আর কি করবেন না জেনে নিন


 

Heat waves

তাপ প্রবাহের সতর্কতা, কি করবেন আর কি করবেন না জেনে নিন 




Jayati Bhoumick
Sangbad Prabhati, 2 April 2024

জয়তী ভৌমিক, বর্ধমান : ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্ম আসতে এখনও বারো দিন দেরি। কিন্তু তার আগেই সূর্যের উত্তাপে জনজীবনে আঁচ লাগতে শুরু করেছে। হঠাৎ করে বসন্তের বাঁধ ভেঙে তাপ প্রবাহের ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ইতিমধ্যেই জ্বর, বমি ও পায়খানার মতো সংক্রমণে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর জনগণের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছে।

বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে তাপপ্রবাহ বিপদজনক। সাবধান হন। অসুস্থতা প্রতিরোধ করুন।


কী করবেন :-

১। রোদে বেরোতে হলে ছাতা ব্যবহার করুন। অথবা মাথা ও কাঁধ ভিজে গামছা / তোয়ালে / কাপড় / টুপি দিয়ে ঢেকে রাখুন।

২। পাতলা, ঢিলে, সুতির হালকা রঙের জামাকাপড় পরুন।

৩। সর্বদা জল সঙ্গে রাখুন। তৃষ্ণা না পেলেও মধ্যে মধ্যে জল পান করুন।

৪। বাড়িতে তৈরি সরবত, লেবুজল, ফল- যেমন তরমুজ, শসা ইত্যাদি খান।

৫। অসুস্থ হলে তাড়াতাড়ি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে/ স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন।


কী করবেন না :-

১। চড়া রোদে বাইরে না বেরনোর চেষ্টা করুন। যদি বেরতেই হয় তাহলে বেশীক্ষণ একটানা দাঁড়িয়ে থাকবেন না।

২। দিনেরবেলা চড়া রোদে বেশি পরিশ্রমের কাজ না করাই ভাল।

৩। এই সময় অতিরিক্ত চা, কফি, বোতলের ঠাণ্ডা পানীয় বা মদ্য পান করবেন না।



প্রাথমিক চিকিৎসা :-

১। অসুস্থ হলে তাড়াতাড়ি তাকে শীতল ছায়া জায়গায় নিয়ে যান।

২। জল/ ও আর এস জল এ গুলে দিন। সারা দেহে এবং মাথা তে জল ঢালুন। ভেজা শরীরে জোরে জোরে বাতাস দিন।

৩। যদি রোগী অচেতন থাকে তাহলে তাকে পাশ ফেরানো অবস্থা তে তাড়াতাড়ি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে / হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।