Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

লোকসভা নির্বাচন : নববর্ষের শুরুতেই অন্যরকম কীর্তি আজাদ


 

লোকসভা নির্বাচন : নববর্ষের শুরুতেই অন্যরকম কীর্তি আজাদ




Sangbad Prabhati, 14 April 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নববর্ষের শুরুতেই অন্যরকম কীর্তি আজাদ। বছরের প্রথম দিনে সমাজের পিছিয়ে পড়া কুষ্ঠ কলোনিতে সময় কাটালেন বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। সোমবার তিনি সেখানে গিয়ে নিজের হাতে খাবার পরিবেশন করলেন। দুর্গাপুর নডিহা এলাকায় সমাজ থেকে দূরে রয়েছে এই কুষ্ঠ পরিবার গুলির জন্য কলোনি। 

তিনি বলেন, আজ বছরের প্রথম দিন, আমাদের মত সমাজের প্রত্যেকটা মানুষ হইহুল্লোড় করে কাটান। কিন্তু এই সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকার মানুষ খুব কম, আজ আমি একজন সাধারণ মানুষ, কোন রাজনীতি করতে আসিনি এবং তাদের এই মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। 

সঙ্গে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ অন্যান্যরা। তারা তাদের সমস্যার কথা শোনেন। এবং সকলে নিজ হাতে তাদের খাবার পরিবেশন করে দেন।