ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জন প্রতিনিধিরা
Atanu Hazra
Sangbad Prabhati, 8 April 2024
Sangbad Prabhati, 8 April 2024
অতনু হাজরা, জামালপুর : রবিবার সকালে ক্ষণিকের ঝড়ে জামালপুরের জোতশ্রীরাম অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সেই গ্রামগুলি সরেজমিনে ঘুরে দেখলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জেলা পরিষদের সদস্য শোভা দে সহ অন্যান্যরা।
এদিন তাঁরা মুইদিপুর, হরিদোল, সাতঘড়ি এই গ্রামগুলি ঘুরে দেখে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। প্রায় ৬৫ থেকে ৭০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা সব দেখে ব্লক প্রশাসন ও পঞ্চায়েত অফিসে জানাবেন বলে জানান।