Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জন প্রতিনিধিরা


 

ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জন প্রতিনিধিরা




Atanu Hazra
Sangbad Prabhati, 8 April 2024

অতনু হাজরা, জামালপুর : রবিবার সকালে ক্ষণিকের ঝড়ে জামালপুরের জোতশ্রীরাম অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সেই গ্রামগুলি সরেজমিনে ঘুরে দেখলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জেলা পরিষদের সদস্য শোভা দে সহ অন্যান্যরা।

 এদিন তাঁরা মুইদিপুর, হরিদোল, সাতঘড়ি এই গ্রামগুলি ঘুরে দেখে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। প্রায় ৬৫ থেকে ৭০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা সব দেখে ব্লক প্রশাসন ও পঞ্চায়েত অফিসে জানাবেন বলে জানান।