Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লোকসভা ভোটের আগে জামালপুরে প্রকাশ্যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল


 

লোকসভা ভোটের আগে জামালপুরে প্রকাশ্যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল



Atanu Hazra
Sangbad Prabhati, 24 April 2024

অতনু হাজরা, জমালপুর : সামনেই বর্ধমান পূর্ব লোকসভা আসনে ভোট। আর তার আগেই প্রকাশ্যে এলো জামালপুরে বিজেপির নিজেদের মধ্যে কোন্দল। একটি ভিডিও আমাদের নজরে এসেছে (যার সত্যতা আমরা যাচাই করিনি) যাতে দেখা যাচ্ছে এক বিজেপি নেতা শিক্ষক দেবকুমার বিশ্বাস তিনি চেয়ার উঁচিয়ে মহিলা বিজেপি নেত্রী সৈরিনা সেরিনা কে তেড়ে যাচ্ছেন এবং তাঁকে সামাল দিচ্ছেন তাঁরই দলের নেতৃত্ব। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আমরা ফোনে যোগাযোগ করেছিলাম বিজেপি নেত্রী সৈয়দ সেরিনার সাথে তিনি নিজে বিষয়টি স্বীকার করে নিয়ে তাঁর উষ্মা প্রকাশ করেন। তিনি আমাদের জানান, তিনি দলকে লিখিত ভাবে দেকুমার বাবুর বিরুদ্ধে অভিযোগ জানাতেন কিন্তু লোকসভার প্রার্থীর অনুরোধে তিনি তার থেকে বিরত হয়েছেন। কিন্তু তিনি এই বিষয়টির তীব্র প্রতিবাদ জানাচ্ছেন বলে জানান। বিজেপির ১নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল জানান এটা সেরকম কিছু ব্যাপার নয়। সামান্য কথা কাটাকাটি। এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। তাঁরা সকলে সংঘবদ্ধ আছেন।তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওটাই তো বিজেপির সংস্কৃতি। জামালপুরে বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। আর যে কজন আছেন তাঁরা নিজেদের মধ্যে ঝগড়া করতে ব্যস্ত। তিনি আরো বলেন রাজ্যে যেভাবে উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী ও তাঁদের নেতা অভিষেক ব্যানার্জী তাতে লোকসভা নির্বাচনে দল যথেষ্ট ভালো ফল করবে। এপ্রসঙ্গে তিনি জানান, আগামী ২৭ এপ্রিল জামালপুরে জনসভা করতে আসছেন তাঁদের নেতা অভিষেক বন্দোপাধ্যায়। 

তবে লোকসভা ভোটের আগে এই কোন্দল জামালপুরে বিজেপি কে যথেষ্ট অস্বস্তিতে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।