ক্ষণিকের ঝড়ে গোটা গ্রাম তছনছ, দুর্গত মানুষের পাশে জামালপুর ব্লক প্রশাসন
Follow our WhatsApp Channel
https://whatsapp.com/channel/0029VaVsuUL0rGiUCD1RDP0w
Sangbad Prabhati, 7 April 2024
অতনু হাজরা, জামালপুর : সকালের ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ালো জামালপুর ব্লক প্রশাসন। বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ এবং এস আই ফুড প্রসেনজিৎ দত্ত ঘটনার পরেই পৌঁছে গিয়েছেন উপদ্রুত এলাকায়।
রবিবার সকালে হঠাৎ ঝড়ে জামালপুরের মাঠশিয়ালী, কোরা, অমরপুর, হরিদোল সহ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ঘরের চাল উড়ে যায়, গাছ উপড়ে পড়ে, শিয়ালি গ্রামের বাসিন্দা শম্ভু রুইদাস সহ বেশ কয়েকজনের বাড়ির চাল উড়ে গেছে।
ইলেকট্রিক পোলের উপর অনেক গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। জোতশ্রীরাম অঞ্চলের মুইদিপুর গ্রামের বাসিন্দা তৃণমূলের অঞ্চল সভাপতি তপন কুমার দে ওই ঝড়ের সময় নিজের চারচাকা গাড়ি নিয়ে অমরপুর ব্রীজ দিয়ে দামোদর নদ পার হচ্ছিলেন, প্রবল ঝড়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নিচে পড়ে যায়।
তপন বাবু গুরুতর আহত হন। তাঁকে জামালপুর হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান কিমস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। মাথায় চোট পেয়েছেন তিনি।
জামালপুরের বিডিও পার্থ সারথী দে ঝড়ের খবর পেয়েই দ্রুত পৌঁছে যান দুর্গত এলাকায়। চকদীঘি পঞ্চায়েতের হরিদোল গ্রামের অভিজিৎ রায়, শিপ্রা গিরি, নিখিল কুমার রায় জারগ্রাম পঞ্চায়েতের সাতঘড়ি গ্রামের লক্ষ্মী মুরা, ঝর্না মুদি সহ অন্যান্যদের বাড়ি গিয়ে তাঁদের হাতে ত্রিপল তুলে দেন।
বিডিও পার্থ সারথী দে জানিয়েছেন, প্রাথমিকভাবে তারা সরেজমিনে এসে দেখে গেলেন এবং যাদের ঘরের চাল উড়ে গেছে তাদের অস্থায়ীভাবে ছাউনী দেওয়ার জন্য ত্রিপল দিয়ে গেলেন। এবার ক্ষয়ক্ষতির রিপোর্ট তারা যথাস্থানে পৌঁছে দেবেন। ক্ষতিগ্রস্ত এই অসহায় মানুষগুলোর পাশে যে প্রশাসন রয়েছে সেটা বোঝাতেই বিডিও নিজে এসেছেন তাদের সঙ্গে দেখা করার জন্য।
https://whatsapp.com/channel/0029VaVsuUL0rGiUCD1RDP0w