Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

৮০০ বছরের প্রাচীন বিখ্যাত গর্গেশ্বর শিব মন্দির দর্শন করে বাবার আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ


 

৮০০ বছরের প্রাচীন বিখ্যাত গর্গেশ্বর শিব মন্দির দর্শন করে বাবার আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ 




Sangbad Prabhati, 13 April 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শনিবার নির্বাচনী প্রচারের ফাঁকে বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গলসী অঞ্চলের প্রায় ৮০০ বছরের প্রাচীন বিখ্যাত গর্গেশ্বর শিব মন্দির দর্শন করে বাবার আশীর্বাদ নিলেন।

সাধারণত শিব লিঙ্গ ঊর্ধ্বগামী হয় কিন্তু এখানে এটি অধোগামী অর্থাৎ বাবার মুখ নিচের দিকে। বহু মানুষ এখানে পূজা দেন, তাঁদের মানত করে যান। দিলীপ বাবু বলেন, আমরাও বাবার কাছে প্রণাম জানিয়ে লড়াই করার শক্তি চাইলাম।

এদিন সকালে বর্ধমানে লাকুড্ডি জলকল মাঠে প্রাতঃ ভ্রমণের মাধ্যমে বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তাঁর কর্মসূচি শুরু করেন। সকালে প্রাতঃভ্রমণের পর চা চক্রে সাংবাদিকদর মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 

'মুখ্যমন্ত্রী নামাজ পড়ে মুসলিম ভাইদের বলছেন "দাঙ্গা বাঁধাবেন না"। কেন? মুসলিমরা কি দাঙ্গাবাজ? উনি বারবার কেন এই কথা বলেন? আমরাও তো গেছিলাম ওদের অনুষ্ঠানে। কই আমরা তো দাঙ্গার কথা বলিনি। আমরা সম্প্রীতির কথা বলেছি'।

শনিবার সন্ধ্যায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমানে সর্বমঙ্গলা পাড়ার কাছে গড়গড়া ঘাটে গুরুদুয়ারা পরিদর্শন করেন এবং শিখগুরু আশীর্বাদ নেন।