Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমার পাঠশালা'র উদ্যোগ


 

ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমার পাঠশালা'র উদ্যোগ



Sangbad Prabhati, 11 April 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পবিত্র ঈদ-উল-ফিতর উৎসবকে সামনে রেখে সমাজকল্যাণমূলক কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা "আমার পাঠশালা"-র উদ্যোগে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য আয়োজিত হলো "বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির"। 

বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি শিশুদের মধ্যে লাড্ডু, কেক এবং পাঠশালার সহসভাপতি মোশারফ হোসেনের উদ্যোগে সীতাভোগ বিতরণ করা হয়। 

উপস্থিত ছিলেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ রামনারায়ণ দাস, বিশিষ্ট বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী, বিশিষ্ট কবি ও সঞ্চালক সেখ জাহাঙ্গীর। 

এছাড়াও ছিলেন "আমার পাঠশালা"-র সম্পাদক সন্দীপ পাঠক, সভাপতি মিন্টু পান্ডে, মোশারফ হোসেন, অতনু ঘোষ ও অনিমেষ খান। পাঠশালার শিশুরা খুব আনন্দের সাথে অনুষ্ঠানটিকে উপভোগ করে।