Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপি প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচার


 


বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপি প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচার 




Atanu Hazra 
Sangbad Prabhati, 25 April 2024

অতনু হাজরা, জামালপুর : ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে ভোটের প্রচার ও উত্তাপ। বৃহস্পতিবার বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার ও বিজেপি প্রার্থী বিধায়ক অসীম সরকার নির্বাচনী ময়দান চষে বেড়ালেন। সকালে মুগরো অঞ্চলের আনগুনা গ্রামের শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন অসীম সরকার। 

দুপুরে মধ্যাহ্ন ভোজন ও প্রচার করেন জোতশ্রীরাম শ্রীকৃষ্ণপুর বাজার অঞ্চলে। পরে পাঁচড়া অঞ্চলের চৌবেড়িয়া বাজারে প্রচার সেরে মসাগ্রাম স্টেশন বাজারে প্রচার করে তাঁর প্রচার শেষ করেন। তাঁর সাথে ছিলেন ১নং মন্ডল সভাপতি প্রধান পাল সহ স্থানীয় নেতৃত্ব।

      অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার বিকালে জৌগ্রাম গ্রামের শীতলা মন্দির থেকে তাঁর রোড শোর মাধ্যমে প্রচার শুরু করেন। জৌগ্রাম বাজার হয়ে কোন পুকুর ঘুরে তাঁর গাড়ি পৌঁছায় আমরার মোড়ে। এখানে তিনি বাড়ি বাড়ি গিয়েও প্রচার করেন। 

পরবর্তীতে আবুইঝাটি ২ অঞ্চলে ঝাপানডাঙ্গা স্টেশন বাজারে প্রচার করেন। তাঁর সাথে ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক সহ প্রধান, উপ প্রধান, অঞ্চল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। শর্মিলা সরকারের এই প্রচারে প্রচুর সংখ্যক কর্মী, সমর্থক থেকে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।