Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নির্বাচনের প্রাক্কালে বোমা উদ্ধারে চাঞ্চল্য



 

নির্বাচনের প্রাক্কালে বোমা উদ্ধারে চাঞ্চল্য 



Sangbad Prabhati, 13 April 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজনৈতিক প্রচারে ক্রমশঃ সরগরম হয়ে উঠছে নির্বাচনী ময়দান। এরই মাঝে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে শনিবার  মন্তেশ্বর থানার গলাতুন গ্রামের একটি খামার বাড়ির খড়ের গাদার পাশে পরিতক্ত জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে। খামার বাড়ির খড়ের গাদার পাশে পরিত্যক্ত জায়গায় বোম পড়ে রয়েছে বলে খবর আসতেই মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমেই পুলিশের পক্ষ থেকে গোটা এলাকা ঘিরে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গলাতুন গ্রামের ঘোষপাড়া এলাকায় ফাঁকা খামারবাড়িতে কয়েকটি বোমা এলাকার মানুষ দেখতে পায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেয়। বোম ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক পর্যবেক্ষনের পর বোমাগুলো উদ্ধার করে। উপস্থিত ছিলেন কালনার এসডিপিও রাকেশ কুমার চৌধুরী। বোমা গুলি উদ্ধারের পর সেগুলিনষ্ট করার জন্য নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। কিভাবে ওই এলাকায় বোমা এল তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।