Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলার দুই কেন্দ্রে প্রথম দিনেই বিজেপি এবং এসইউসিআই এর মনোনয়নপত্র জমা


 

পূর্ব বর্ধমান জেলার দুই কেন্দ্রে প্রথম দিনেই বিজেপি এবং এসইউসিআই এর মনোনয়নপত্র জমা 




Sangbad Prabhati, 18 April 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আঠারো তম লোকসভার চতুর্থ দফার নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হলো আজ থেকে। চতুর্থ দফার ভোট গ্রহণ হবে আগামী ১৩ মে। বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। এই পর্যায়ে পূর্ব বর্ধমান জেলায় দুটি লোকসভা কেন্দ্রের মনোনয়নপত্র আজ থেকে জমা নেওয়া হল। বৃহস্পতিবার প্রথম দিনেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এসইউসিআই(সি) প্রার্থী তসবিরুল ইসলাম তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা শাসক কে রাধিকা আইয়ার তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেছেন। 

অন্যদিকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বর্ণাঢ্য মিছিল সহযোগে মনোনয়নপত্র জমা দিতে আসেন।

এছাড়া এসইউসিআই(সি) প্রার্থী নির্মল মাঝিও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তাঁর মনোনয়নপত্র জমা করেছেন। অতিরিক্ত জেলা শাসক অমিয় কুমার দাস বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের এই দুই প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এসইউসিআই(সি) এর দুই প্রার্থীও এদিন মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে আসেন।